ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিক মেট্রোরেলের পরিকল্পনা করছে ॥ মেয়র নাছির

প্রকাশিত: ০৯:১৫, ৪ আগস্ট ২০১৯

চসিক মেট্রোরেলের পরিকল্পনা করছে ॥ মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাইতে বঙ্গবন্ধু শিল্প নগর, আনোয়ারায় দেশী-বিদেশী ইকনোমিক জোন যখন চালু হবে তখন এ নগরে ন্যূনতম পক্ষে ১৫ লাখ মানুষ বেড়ে যাবে। আর তখন এমআরটি বা মেট্রো রেলের কোন বিকল্প থাকবে না। তার মতে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন এমআরটির জায়গা চিহ্নিত করতে হবে। শনিবার দুপুরে কর্পোরেশনের সম্মেলন কক্ষে চউকের এক্সপ্রেসওয়ে ও এমআরটি সম্পর্কিত সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন একথা জানান। মেয়র বলেন, নগরবাসীর স্বার্থে টেকসই উন্নয়ন আমরা সকলেই চাই। এ নগরীতে এমআরটি বা মেট্রোরেল অপরিহার্য। পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চউকের নতুন মাস্টার প্ল্যানে এমআরটি করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই। চসিক ও চউকের প্রকৌশলীদের উদ্দেশ করে মেয়র বলেন, মহানগরীর যে কোন উন্নয়ন টেকসই করতে হবে। যাদের জন্য এসব উন্নয়ন কাজ তাদের সুফল নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, নগরের আয়তন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি না পাওয়ায় গণপরিবহনে সমস্যা দেখা দিচ্ছে। গণপরিবহনের চাপ নগরে বাড়বে। সাতক্ষীরায় গেরিলা যোদ্ধা আব্দুল মালেককে সম্মাননা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনে দুঃসাহসিক ভূমিকা রাখায় গেরিলা যোদ্ধা শেখ আব্দুল মালেক সোনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধাবৃন্দ তাকে এই সম্মাননা প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, কেন্দ্রীয় জাসদের (ইনু) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র ম-ল, মুক্তিযোদ্ধা মোঃ মফিজউদ্দিন, মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের অবদান চির জীবন বাংলাদেশ ও বাঙালী জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
×