ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৪, ৪ আগস্ট ২০১৯

খুলনায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মাদ্রাসা ছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নগরীর খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার বোডিংয়ে ছাত্রটি বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় খালিশপুর থানা পুলিশ শুক্রবার রাতে শিক্ষক আল আমিনকে (২৭) মাদ্রাসা থেকে গ্রেফতার করে। তিনি নিউজপ্রিন্ট মিলস্ ভবন মাদ্রাসার শিক্ষক। পুলিশ জানায়, বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্র খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিয়াড়া গ্রামের বাসিন্দা। সে নিউজপ্রিন্ট মিলস মাদ্রাসায় নজেরানা শাখায় পড়াশোনা করত। মাদ্রাসার বোর্ডিংয়ে একই রুমে থাকত অভিযুক্ত শিক্ষক ও ওই মাদ্রাসা ছাত্র। বৃহস্পতিবার ওই ছাত্রের মা তার ছেলেকে মাদ্রাসায় দেখতে যায়। এ সময় ছেলের শারীরিক অবস্থা খারাপ দেখে তার কাছে বিষয়টি জানতে চাইলে ছেলে জানায়, শিক্ষক আল আমিন বুধবার রাতে মাদ্রাসার অজু খানায় নিয়ে তাকে মারধর করে বলাৎকার করেছে। এর আগেও কয়েকবার আল আমিন তাকে বলাৎকার করে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
×