ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে আবর্জনা ফেললে ছয় মাসের জেল

প্রকাশিত: ০৯:১৩, ৪ আগস্ট ২০১৯

সড়কে আবর্জনা ফেললে ছয় মাসের জেল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ আগস্ট ॥ ভোলায় নির্দিষ্ট স্থান ছাড়া কেউ রাস্তায় ময়লা আর্বজনা ফেলে রাখলে তাকে মোবাইলে কোর্টের আওতায় এনে ছয় মাসের জেল দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম। শনিবার দুপুরে ভোলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ স্লোগান নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এই ঘোষণা দেন। এদিকে ভোলায় হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষায় কিটের সঙ্কট দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ২৬ জন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে সভায় আরও ঘোষণা করা হয়, আগামী ৫ আগস্ট সকাল নয়টায় একযোগে পুরো জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হবে। সকল প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ময়লা নিজ নিজ দায়িত্বে অপসারণের জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোলা শহরের খালসহ পুকুর ডোবার ময়লা আর্বজনা পরিষ্কার করার হবে বলে জানান জেলা প্রশাসক। সভায় এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারন্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহে আলম প্রমুখ। এ ছাড়াও পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারী দফতরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
×