ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে জঙ্গী তৎপরতার অভিযোগ

প্রকাশিত: ০৯:১২, ৪ আগস্ট ২০১৯

পটিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে জঙ্গী তৎপরতার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৩ আগস্ট ॥ পটিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে জঙ্গী তৎপরতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকার মুসল্লিরা। শনিবার দুপুরে পটিয়ার একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা খায়ের আহমদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, হাইদগাঁও গ্রামের জামায়াত নেতা আহমদুর রহমান ছোটন নামের একব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থেকে রোহিঙ্গা এনে তার ভাড়া বাসায় আশ্রয় দিয়েছে। এসব রোহিঙ্গা জঙ্গী তৎপরতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করে আসছে। এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবারিসহ অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। রোহিঙ্গারা হাইদগাঁও গ্রামে অবস্থান নিয়ে জঙ্গী তৎপরতা চালাচ্ছে বলে মুসল্লি ও এলাকাবাসী অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পটিয়া থানা পুলিশ গত ২৯ জুলাই অভিযান চালিয়ে জামায়াত নেতা ছোটনের ভাড়া বাসাসহ আশপাশের এলাকা থেকে ৪২ নারী-পুরুষ রোহিঙ্গাকে আটক করে। পরের দিন পুলিশ তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। জঙ্গী তৎপরতা ছাড়াও এ জামায়াত নেতা হাইদগাঁও গুরুন মিয়া আমিন হংসের পাড়া জামে মসজিদের ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে ক্রয় করে রোহিঙ্গাদের ব্যবহারের মাধ্যমে তা দখলের চেষ্টা চালাচ্ছে। ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে স্থানীয়রা ওয়াকফ প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১৫ জুলাই রোহিঙ্গাদের দিয়ে জামায়াত নেতা ছোটন ওয়াকফ সম্পত্তিতে প্রবেশ করে সেখানে দুটি সাইনবোর্ড ভাংচুর করে ও প্রায় ১৫ হাজার টাকার রোপা আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে। ওয়াকফ সম্পত্তি দখলসহ রোহিঙ্গাদের মাধ্যমে জঙ্গী তৎপরতা চালানোর বিষয়টি জাতীয় সংসদের হুইপ ও থানা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো কারণে ক্ষুব্ধ হয়ে জামায়াত নেতা মুসল্লিদের হয়রানি করতে একটি মিথ্যা ফৌজদারী মামলাও করেছে বলে অভিযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মুসল্লি মোঃ সাহাবুদ্দিন, কারুনুর রশিদ, সাহাব মিয়া, নজরুল ইসলাম।
×