ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রকাশিত: ০৯:১১, ৪ আগস্ট ২০১৯

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনীরা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়। ইসরাইলের সেনাবাহিনীও এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি। ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়। শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনীরা। ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ি ও ভূমি ফিরে পেতে গতবছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা। -ওয়েবসাইট সুদানে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সমঝোতা সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও প্রধান বিরোধী জোট নতুন অন্তর্বতীকালীন সরকারের কার্যপরিধি নিয়ে সাংবিধানিক ঘোষণায় একমত হয়েছেন। শনিবার আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাট দুই পক্ষের মধ্যে এ সমঝোতার খবর দেন বলে জানিয়েছে।এ ঘোষণার পরপরই রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে আন্দোলনকারীরা উল্লাসে মেতে উঠে। তিন দশকের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আফ্রিকার এ দেশটিতে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছিল। বশির জরুরী কৃচ্ছ্রতা কর্মসূচী ঘোষণা করলে গতবছরের ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। কয়েক মাসের অস্থিরতার পর চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে সামরিক কাউন্সিল দেশ চালালেও আন্দোলনকারীরা বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে একের পর এক বিক্ষোভ করে আসছে। রাজনৈতিক অস্থিরতা কমাতে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় রাজি হয় সুদানের ক্ষমতাসীন সেনা কাউন্সিল ও বিরোধীরা। আলোচনার এক পর্যায়ে দুই পক্ষ পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হয়। তারই অংশ হিসেবে শুরু হয় সাংবিধানিক ঘোষণা নিয়ে আলোচনা। -বিবিসি বেফাস মন্তব্যের জের ... রোমানিয়ায় এক কিশোরীকে অপহরণের শিকার হওয়ার পর দেশটির শিক্ষামন্ত্রী একাতেরিনা এ্যান্দ্রনেসকু বলেছিলেন, ‘ওই কিশোরীর শেখা উচিত ছিল, অপরিচিত কারও গাড়িতে চড়া ঠিক নয়।’ এতে ক্ষুব্ধ হয়ে দেশটির প্রধানমন্ত্রী ভায়োরিকা ডেনসিলা শিক্ষামন্ত্রী এ্যান্দ্রনেসকুকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন। এর আগে বুধবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টের পশ্চিমাঞ্চল থেকে অপহরণ করা হয় কিশোরী আলেক্সান্দ্রা ওসেসানুকে। এরপরই একটি টিভি শোতে শিক্ষামন্ত্রী একাতেরিনা এ্যান্দ্রনেসকু বলেছিলেন, তার শেখা উচিত ছিল, অপরিচিত কারও গাড়িতে চড়া ঠিক নয়। প্রধানমন্ত্রী ভায়োরিকা এ মন্তব্যের প্রতিবাদ করে সামাজিক মাধ্যমে লেখেন, শিক্ষামন্ত্রীর মন্তব্য ‘বোঝার ভুল’ ও ‘সঙ্গতিপূর্ণ’। এটি একটি দায়িত্বহীন মনোভাব। এটি কোনভাবেই সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না। আমি চাই না, আমার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাকে সম্পৃক্ত রাখতে। -ভয়েস অব আমেরিকা
×