ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ মাস পর মুক্তি

প্রকাশিত: ০৯:১১, ৪ আগস্ট ২০১৯

২১ মাস পর মুক্তি

সৌদি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক আহমেদ ফিতাহি বৃহস্পতিবার ২১ মাস পর মুক্তি পেয়েছেন। তিনি সৌদি আরবে আটক ছিলেন। তাকে কেন আটক করা হয়েছিল তার কারণ অবশ্য দেশটির কর্তৃপক্ষ জানায়নি। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে যে শত শত ভিন্ন মতাবলম্বী আটক হয়েছেন ফিতাহি তাদের একজন। তার মুক্তির নেপথ্যে যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক প্রচেষ্টা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। -ওয়েবসাইট ভারতে আসছে না টেসলা কার ভারতে অদূর ভবিষ্যতে টেসলা কার আসার সম্ভবনা নেই বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী এলন মাস্ক। বৃহস্পতিবার তিনি তার এক ভারতীয় ফ্যানের প্রশ্নের জবাবে টুইটে লেখেন যে ভারতে যানবাহন আমদানির ওপর ১২৫ ভাগ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। এ কারণে টেসলার ইলেকট্রিক কার ভারতের বাজারে বিক্রি করা সম্ভব না। টেসলা মডেল থ্রি গাড়ি বিক্রি করার জন্য ২০১৬ সালে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল। -কোয়ার্টজ ইন্ডিয়া
×