ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জম্মু-কাশ্মীর থেকে পর্যটকদের সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৯:০৮, ৪ আগস্ট ২০১৯

জম্মু-কাশ্মীর থেকে পর্যটকদের সরে যাওয়ার নির্দেশ

জম্মু-কাশ্মীরে জঙ্গী হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে দ্রুত অমরনাথ যাত্রীদের ও পর্যটকদের সরে যেতে বলেছে রাজ্য সরকার। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এই নির্দেশ দেয়া হয়। শুক্রবার জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষে এক বিবৃতি বলা হয়, অমরনাথ যাত্রীদের টার্গেট করে জঙ্গী হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়েছে সেনাবাহিনী। এতে করে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। এনডিটিভি। সেখানে থাকা পর্যটক ও অমরনাথ যাত্রীদের পরামর্শ দেয়া হচ্ছে অতি সত্ব¡র উপত্যকা ছেড়ে চলে যেতে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার পাকিস্তানে তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে কাশ্মীর থেকে। অমরনাথ যাত্রাপথে একটি ল্যান্ডমাইন ও একটি স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে। এদিকে যৌথ এক সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ বলছে, অমরনাথ যাত্রায় পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গীরা বিঘœ ঘটাতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়। তার ওপর ভিত্তি করেই তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে, পাকিস্তানের তৈরি একটি ল্যান্ডমাইন এবং টেলিস্কোপসহ একটি আমেরিকান স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে।
×