ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দিল থাইল্যান্ড

প্রকাশিত: ০৯:০৭, ৪ আগস্ট ২০১৯

পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দিল থাইল্যান্ড

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের ছয় জায়গায় বোমা হামলার পর শহরটিতে সফররত পর্যটকদের পূর্ণনিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী ফিফাত রাচাকিটপ্রাকান। ফিফাত রাচাকিটপ্রাকান শুক্রবার রাতেই হামলার স্থল ইয়াওয়ারাত পরিদর্শন করেন। এ সময় তিনি আহতদের প্রতি সমবেদনা জানান ও ব্যাঙ্কক সফররত কয়েকজন পর্যটকের সঙ্গে করমর্দন করেন। পর্যটকদের আশ্বস্ত করে ফিফাত রাচাকিটপ্রাকান বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে। ভয়ের কোন কারণ নেই। স্ট্রেইট টাইমস অনলাইনে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী বলেন, শুক্রবারের বোমা বিস্ফোরণের ঘটনা থাইল্যান্ডের পর্যটন শিল্পের ওপর কোন প্রভাব ফেলতে পারবে না। তিনি বলেন, থাইল্যান্ডে ঘুরতে আসা লোকদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ ব্যুরো, থাই পর্যটন কর্তৃপক্ষসহ অন্যান্য সংস্থা তৎপর রয়েছে। ফিফাত রাচাকিটপ্রাকান বলেন, থাইল্যান্ড ভ্রমণে থাকা পর্যটকদের মধ্যে দেশের নিরাপত্তা বিষয়ে আস্থা ফেরাতে পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা দেয়ার জন্য একটি নাম্বার চালু করেছে থাই পুলিশ। কোন সমস্যায় পড়লে ১১৫৫ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে। থাইল্যান্ডে দক্ষিণ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলার মধ্যে শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে। থাই কর্তৃপক্ষের ধারণা এসব বিদেশী অতিথির আগমনের মধ্যে এই ধরনের হামলা পূর্ব পরিকল্পিত। দীর্ঘদিন ধরে চেষ্টার মাধ্যমে এই হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে থাই পুলিশ।
×