ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ফুটবল

২ ম্যাচে ১১ গোল, দুই হ্যাটট্রিক

প্রকাশিত: ১২:৩৭, ৩ আগস্ট ২০১৯

২ ম্যাচে ১১ গোল, দুই হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। ২ ম্যাচে মোট ১১টি গোল হয়। আর হ্যাটট্রিক হয় দুটি। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ৩-১ গোলে হারায় অবনমিত হওয়া টিম বিজেএমসিকে। জয়ী দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন হ্যাটট্রিক করেন (৩৭, ৪৫+২ এবং ৭৮ মিনিটে)। লীগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক, যা সর্বোচ্চ। বিজিত দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে একমাত্র গোলটি করেন (৩০ মিনিটে)। গত ২০ এপ্রিল দু’দলের প্রথম সাক্ষাতেও জিতেছিল রাসেল, ১-০ গোলে। এই হ্যাটট্রিকের মাধ্যমে লীগের রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডের অপর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবাকে (২০ গোল) টপকে চলতি লীগের শীর্ষ গোলদাতার আসনে বসলেন রাফায়েল। তার গোলসংখ্যা ২২। আবাহনীর আরেক ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ১৭ গোল করে আছেন তৃতীয় স্থানে। নিজেদের ২৪তম ম্যাচে এটা ষোড়শ জয় ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত এবং একবারের লীগ শিরোপাধারী রাসেলের। আগের ৪ ড্রতে তাদের মোট পয়েন্ট ৫২। তৃতীয় হয়ে লীগ শেষ করল তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সপ্তদশ হার ‘সোনালি আঁশের দল’ খ্যাত এবং ঢাকার ফুটবলে ৫ বারের লীগ চ্যাম্পিয়ন বিজেএমসির। আগের ২ জয় ও ৫ ড্রতে মাত্র ১১ পয়েন্ট তাদের। ১৩ দলের মধ্যে ত্রয়োদশ হয়ে লীগ শেষ করল তারা। সেই সঙ্গে লীগ থেকে অবনমিতও হলো। ২৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের মতোই অবনমিত হয়েছে আরেক দল নোফেল স্পোর্টিং ক্লাব। আগামী মৌসুম থেকে এই দু’ দলকে খেলতে হবে পেশাদার লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে। এদিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে তারা হারায় ৫-২ গোলে। জয়ী দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ চিনেদু ২০, ২৪ ও ৪৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। এছাড়া জোড়া গোল করেন ক্যামেরুন ফরোয়ার্ড পল এমিল (১২ ও ৩৭ মিনিটে)। বিজিত দলের দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার জায়ে-হিউং পার্ক (২ মিনিটে) এবং মিডফিল্ডার মান্নাফ রাব্বি (৭২ মিনিটে) ১টি করে গোল করেন। গত ২০ এপ্রিল লীগের প্রথম লেগে দু’দলের প্রথম মোকাবেলায় অবশ্য আরামবাগকে ১-০ গোলে হারিয়েছিল গোপীবাগের দল ব্রাদার্স। ফলে শুক্রবারের খেলায় ব্রাদার্সকে হারিয়ে প্রতিশোধটা কড়ায়-গন্ডায় নিয়ে নিল আরামবাগ। নিজেদের ২৪তম ম্যাচে এটা ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্সের ত্রয়োদশ হার। ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে তারা। বলা যায়, অল্পের জন্য রেলিগেশন এড়িয়েছে তারা। কেননা দ্বাদশ হয়ে রেলিগেশনে পড়া নোফেলের পয়েন্ট ২০! পক্ষান্তরে সমান ম্যাচে এটা ‘রাইজিং স্ট্রেংথ’ খ্যাত আরামবাগের দশম জয়। ৩৩ পয়েন্ট তাদের। তারা লীগ শেষ করল পঞ্চম হয়ে।
×