ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যার পানি নামছে, বগুড়ার চাষীরা ঘরে তুলছে পাট

প্রকাশিত: ১০:৩২, ৩ আগস্ট ২০১৯

 বন্যার পানি নামছে, বগুড়ার চাষীরা ঘরে তুলছে পাট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বন্যার পানি নেমে যাচ্ছে। ছোট নদীগুলো এখনও ভরা। পাট গাছ জেগে ওঠার সঙ্গেই কৃষক দ্রুত কেটে জাগ দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছে। কোন অসুবিধা হচ্ছে না। জলের আধার এখন হাতের কাছেই। বন্যায় পাট গেল বলে যে ভাবনা পেয়ে বসেছিল তা দূর হয়েছে। দেশে পাটের আবাদ কমেই গিয়েছিল। বর্তমানে পাটের আবাদ বেশি। এর কারণ হলো : আগে পাটের দাম ছিল কম। কৃষক এখন দাম পাচ্ছে। বাংলাদেশের পাটের গুণগত মান ভাল দেখে বিদেশীরা আকৃষ্ট হচ্ছে। বগুড়া পাট আবাদের ভূমি উর্বর। পঞ্চাশের দশক থেকেই আবাদ বেশি। সরকারের কয়েকজন জুট ইন্সপেক্টর এবং পাট ক্রয়ের কয়েকটি বড় কেন্দ্র ছিল বগুড়ায়। ষাটের দশকে বগুড়ার সোনাতলা, সুখানপুকুর, গাবতলী ও শহরের ফতেহ আলী বাজারে ছিল পাটের গাট বাঁধার বড় হাইড্রোলিক যন্ত্র।
×