ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের সহায়তা চাইলেন মোমেন

প্রকাশিত: ১০:৩১, ৩ আগস্ট ২০১৯

 রোহিঙ্গা ইস্যুতে  আসিয়ানের  সহায়তা  চাইলেন  মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার ব্যাঙ্ককে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে এ সহায়তা চান তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। থাইল্যান্ডে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সঙ্কট সমাধানে আসিয়ানের সদস্য দেশগুলোর সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। ড. আবদুল মোমেন তিনদিনের সফরে বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেন তিনি। শনিবার ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে দেশটির সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার ব্যাঙ্ককে জয়শঙ্করের সঙ্গ এক বৈঠকে এ সহায়তা চান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। থাইল্যান্ডে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনের ফাঁকে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রোহিঙ্গা সঙ্কট তুলে ধরে এর সমাধানে ভারতের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। ড. এস জয়শঙ্কর রোহিঙ্গা সঙ্কট সমাধানের আশ্বাস দেন।
×