ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুর্জ খলিফাকে ছাড়িয়ে...

প্রকাশিত: ১০:৩০, ৩ আগস্ট ২০১৯

 বুর্জ খলিফাকে ছাড়িয়ে...

সারাবিশ্বে সবাইকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা। বিশ্বের সব থেকে উঁচু আকাশচুম্বির তকমা রয়েছে দুবাইয়ের এই ভবনের নামের পাশেই। এবার সেই দুবাইতেই বুর্জ খলিফাকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আরও এক ভবন। ২০২০ সালের মধ্যে তৈরি করা হবে এটি। যার উচ্চতা হবে বুর্জ খলিফা থেকে বেশি। নির্মাণকারী সংস্থা ‘এমার প্রপার্টিজ’ এক বিবৃতিতে একথা জানিয়েছে। বুর্জ খলিফার উচ্চতা ২৭০০ ফুট। তবে নতুন নির্মাণের উচ্চতা কত হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এটি তৈরিতে খরচ হবে ১০০ কোটি মার্কিন ডলারের মতো। এর নক্সা করবেন স্প্যানিশ-সুইস আর্কিটেক্ট সান্তিয়াগো কালাত্রাভা ভালস। টাওয়ারটি থেকে শহরের চারপাশ দেখা যাবে। -ওয়েবসাইট
×