ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলাপি পানির হ্রদ

প্রকাশিত: ১০:৩০, ৩ আগস্ট ২০১৯

গোলাপি পানির হ্রদ

আফ্রিকার দেশ সেনেগালের একটি লেক রেটবা। এর একপাশে পাহাড়। অন্যপাশে আটলান্টিক মহাসাগর। মাঝখানে সরু একটি করিডর। বছরের প্রায় অর্ধেক সময় লেকটির পানির রং থাকে গোলাপি। মাথার ওপর নীল আকাশ, নিচে গোলাপি হ্রদ; সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্যময় দৃশ্য। এ দৃশ্য দেখতে যায় দেশ-বিদেশের পর্যটক। এ অনন্য বৈশিষ্ট্যের জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকো লেকটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করার কথা ভাবছে। স্থানীয় ভাষায় রেটবা অর্থ গোলাপি। এজন্য স্থানীয় লোকজন এটিকে রোজ লেক নামেও ডাকে। গোলাপি রং ছাড়াও লেকটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর লবণাক্ততা। লেকটির কোথাও কোথাও লবণাক্ততার হার প্রায় ৪০ শতাংশ। শুষ্ক মৌসুমে লবণাক্ততার মাত্রা বেড়ে যায়। সমুদ্রের একেবারে কাছে হওয়ায় করিডরের মাটি চুঁইয়ে লবণপানি হ্রদে আসে। অতিরিক্ত লবণের কারণে এ হ্রদে তেমন কোন জলজ প্রাণী নেই। চার-পাঁচ প্রজাতির মাছ থাকলেও সেগুলো আকারে স্বাদু পানির লেকের চেয়ে অনেক ছোট।-ওয়েবসাইট
×