ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ ঘণ্টা অস্ত্রোপচার

আলাদা হলো জোড়া মাথার দুই বোন

প্রকাশিত: ১০:১৪, ৩ আগস্ট ২০১৯

 আলাদা হলো জোড়া মাথার দুই বোন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৩০ ঘণ্টার অস্ত্রোপচারের পর জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে আলাদা করেছেন হাঙ্গেরির চিকিৎসকরা। শুক্রবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাঙ্গেরির চিকিৎসক দলের প্রধান আন্দ্রেস কসোকে জানিয়েছেন, ৩৫ জন বিশেষজ্ঞ হাঙ্গেরিয়ান সার্জনকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে রাবেয়া-রুকাইয়ার খুলি ও মস্তিষ্ক আলাদা করা হয়েছে। দুই বোনের অবস্থা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তিনি জানান, এখনও তারা পর্যবেক্ষণে রয়েছেন। নিউরোসার্জন কসোকে দাতব্য সংস্থা এ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) হয়ে কাজ করছেন। এর আগে দু’জনের জোড়া মাথায় দুই দফা এনজিওগ্রামের মাধ্যমে তাদের মস্তিষ্কের প্রধান রক্তনালি আলাদা করা হয়। এরপর গত জানুয়ারি মাসে প্রাথমিক অস্ত্রোপচারের জন্য রাবেয়া-রুকাইয়াকে হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়। অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি। পাবনার চাটমোহরে ২০১৬ সালের ১৬ জুলাই স্কুল শিক্ষক দম্পতির ঘরে জন্ম নেয় এই দুই বোন রাবেয়া-রুকাইয়া। জন্মের পর থেকেই সন্তানদের মাথা আলাদা করার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়ালেও কোন উপায় পাননি রাবেয়া-রুকাইয়ার পিতা-মাতা। তারপর শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
×