ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত: ১০:১৪, ৩ আগস্ট ২০১৯

 ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ ঠাকুরগাঁওয়ে শুক্রবার নৈশ কোচ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। এছাড়া ধামরাই, সাভার ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা ও স্টাফ রিপোর্টার এ খবর জানিয়েছেন। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার বড়খোঁচাবাড়ি এলাকায় বলাকা উদ্যানের সামনে নৈশ কোচ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের উক্তস্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীগণ জানান, ঢাকা থেকে ডিপজল এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচ ঠাকুরগাঁও আসছিল। অপরদিক থেকে নিশাত এন্টারপ্রাইজ নামে একটি যাত্রী বোঝাই মিনিবাস রংপুর যাচ্ছিল। ওই স্থানে একটি ভটভটি ও একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নৈশ কোচ ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মিনিবাসের চালক চায়নাসহ পাঁচজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, তারা ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছেন ও আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। নিহত আটজন হলেন- মিনিবাসের চালক চায়না (৪২), বালিয়াডাঙ্গী উপজেলার সিংরোল গ্রামের বিপুল চন্দ্র (৩৫), ব্যাংরোল গ্রামের স্বামী-স্ত্রী মোস্তফা (৪৫) ও ফাতেমা বেগম (৪০), কাহরোল উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০) ও তার ছেলের বউ মনেস্বরের স্ত্রী জবা রানী (৩৫), রাণীশংকৈলের আব্দুর রহমান (৪৫) ও সদর উপজেলার আব্দুল মজিদ (৩৬)। আহতদের মধ্যে রয়েছে আনোয়ারা, জিনিয়া, বেলাল, আবুল কালাম আজাদ, বিশ^াস, অনিল কুমার, ফাহিম, সোহেল, ফরিদুল, আলী, আকলিমা, পাঞ্জা বেগম, মনসুর, আল-আমিন, লাবিয়া, মিতালি, আক্কাস, জৈবুন নেছা ও অজ্ঞাত তিনজন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন। জেলা প্রশাসক আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসায় সহযোগিতা প্রদানের আশ^াস দেন। ধামরাই ॥ ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই একজন মারা যান। পরে শুক্রবার সকালে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কোরবান আলীর ছেলে সেলিম (২০) ও আব্দুল খালেকের ছেলে মাসুদ (২০)। তারা উভয়ই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের বাসিন্দা। সাভার ॥ সাভারে বাসের সিট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দরজা দিয়ে ছিটকে পড়ে সেই বাসের চাকায় পিষ্ট হয়ে পলিটেকনিকের এক ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিটিএসি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুরে হঠাৎ বাসটি ব্রেক করে যাত্রী উঠাতে গেলে বাসের সিট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দরজা দিয়ে ছিটকে পরে সেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে পলিটেকনিকের ছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। নিহত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার শাহ আলম মুন্সির মেয়ে। সে চট্টগ্রাম উত্তর হালিশহরের চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্রী ছিল। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ রাসেল হালিশহর এলাকার মোজাফফর রহমানের পুত্র। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উক্ত পতেঙ্গায় অবস্থিত সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কন্টেনার ডিপোতে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন রাসেল। একটি লরির ধাক্কায় তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় সকাল ১০টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশাল ॥ পেয়ারা বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাচালক মিলন সিকদার (৩২) নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন মাহিন্দ্রার এক যাত্রী। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ক্রসফায়ার নামক এলাকায়। নিহত মিলন সিকদার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আশরাফ আলী সিকদারের পুত্র।
×