ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদ দেখা গেছে

ঈদ-উল আজহা ১২ আগস্ট

প্রকাশিত: ১০:১৩, ৩ আগস্ট ২০১৯

 ঈদ-উল আজহা ১২ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট সোমবার দেশে পালিত হবে ঈদ-উল-আজহা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাঁদ দেখা শেষে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আকাশে শুক্রবার ১৪৪০ হিজরীর জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ৩ আগস্ট শনিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। সভায় ১৪৪০ হিজরী সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭ কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ইসলামী বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল-আজহা। এই পবিত্র আনুষ্ঠানিকতা পালনের জন্য চাঁদ দেখার ওপর নির্ভর করেই তারিখ নির্ধারণের বিধান রয়েছে।
×