ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহানগর আওয়ামী লীগের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ডেঙ্গু মোকাবেলা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ॥ কাদের

প্রকাশিত: ১০:০৯, ৩ আগস্ট ২০১৯

  ডেঙ্গু মোকাবেলা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা মনে করি, এটি একটি মানবিক ক্রাইসিস (সঙ্কট)। তাই সব শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসা উচিত। এ বিষয়ে সরকারের আন্তরিকতার কোন অভাব নেই। এখানে কোন ধরনের আন্তরিকতার ঘাটতি নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কার্যকর ওষুধ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হচ্ছে, এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার বন্ধে সারাদেশে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক দলের প্রচারপত্র বিলি অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বসে নেই, আমরা শুধু লিপ সার্ভিস দিচ্ছি না। অনেক পত্র-পত্রিকায় তারা লিপ সার্ভিস দিচ্ছে, কিন্তু বাস্তবে কোন কার্যকারিতা নেই। ডেঙ্গু প্রতিরোধেও কার্যকারিতা নেই, বন্যা কবলিতদের পাশেও ফটোসেশন ছাড়া কোন কার্যকারিতা তাদের নেই। ওবায়দুল কাদের বলেন, যে যাই বলুক দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন খারাপ অবস্থায় আছে। আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন, লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই। আর ডেঙ্গু মোকাবেলাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ মোকাবেলা করবই। কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে নয়, এ চ্যালেঞ্জকে মোকাবেলা করার মত শক্তি আমরা রাখি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। ওবায়দুল কাদের বলেন, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটাই বাস্তব এবং সত্য, এই বাস্তবতাকে অস্বীকার করার কোন উপায় নেই। এই পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়েছে এবং গুরুত্বের সঙ্গে মোকাবেলা করছে। একদিকে সচেতনতা সৃষ্টি করছে, অন্যদিকে এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে। সেতুমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আওয়ামী লীগও এ্যাকশন প্রোগ্রাম হাতে নিয়েছে, জনগণও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, মশক নিধনে ব্যবহৃত ওষুধ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। কার্যকর ওষুধ প্রয়োগে যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যায় এ বিষয়ে কাজ চলছে। কিছু কিছু ওষুধের নাম এসেছে, যেগুলো ব্যবহারে অন্যান্য দেশে ভাল ফলাফল পাওয়া গেছে। আশা করছি শীঘ্রই কার্যকর ওষুধ পাওয়া যাবে। এ বিষয়ে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসার বিষয়েও কোন ঘাটতি নেই। দিবারাত্রি মানুষকে চিকিৎসাসেবা দেয়ার কাজ চলছে। তিনি বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে। ডেঙ্গু দেশীয় কোন রোগ না, এডিস মশা দেশীয় কোন মশা না। এশিয়ার অনেক দেশে মহামারি আকার ধারণ করেছে। চীন, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে ছড়িয়ে পড়েছে। ফিলিপিন্সে মহামারি আকার ধারণ করেছে। এ পর্যন্ত সেখানে এক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৮শ’ মানুষ। আমাদের আশপাশের দেশগুলো আক্রান্ত হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী আমাদের দেশে আক্রান্ত হয়েছে ১৯ হাজার। আমরা এই মশা নির্মূলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাবেশ শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ আশপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। কর্মসূচীতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ নগর নেতারা। ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ১৪ দল ॥ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার উৎসস্থল ধ্বংসে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জোটের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে জনগণকে সচেতন করার জন্য প্রচারপত্রও বিলি করবেন ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ। ৬ আগস্ট বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হবে। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঢাকা মহানগরীতে জোটের সর্বস্তরের নেতাকর্মীদের ঘোষিত তিন দিনের ডেঙ্গু বিরোধী কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
×