ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু মোকাবেলায় সরকারের মাথা ব্যথা নেই ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৩৮, ৩ আগস্ট ২০১৯

 ডেঙ্গু মোকাবেলায় সরকারের  মাথা ব্যথা নেই ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ অর্থ হাতিয়ে নিতেই মশক নিধনে মেয়াদোত্তীর্ণ ওষুধ আমদানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সরকারকে উদ্দেশে করে বলেন, ঈদের আগেই কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এডিস মশার আক্রমণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, দেশবাসী যখন ভয়ে শঙ্কিত তখন এই মহামারী মোকাবেলায় সরকারের মাথা ব্যথা নেই। তিনি বলেন, দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি সবকিছুকেই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গুজব বলছেন। ডেঙ্গু রোগের কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আজকে মানুষ মরছে হাসপাতালে, বাড়িতে বাড়িতে। আর ঢাকার দুই মেয়র তাচ্ছিল্য করে বক্তব্য রাখছেন। দুই মেয়র ভোটে নির্বাচিত হয়নি বলেই কা-জ্ঞানহীন বক্তব্য রাখছেন, উপহাস করছেন। রিজভী বলেন, সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় তাঁকে জামিনও দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে- সেলিমা : সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ঈদের আগেই কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা নাহলে দেশে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় আপনাদেরই নিতে হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘চেতনা বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
×