ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসুন সবাই মিলে বন্যা, ডেঙ্গু মোকাবেলায় কাজ করি ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৯:৩৮, ৩ আগস্ট ২০১৯

 আসুন সবাই মিলে বন্যা, ডেঙ্গু মোকাবেলায়  কাজ করি ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে দুর্যোগ চলছে। বন্যা, ডেঙ্গু হচ্ছে দেশজুড়ে। আসুন সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলায় যার যার অবস্থান থেকে কাজ করি। এক্ষেত্রে সংশ্লিষ্টদের গাফিলতি ক্ষতিয়ে দেখে দোষীদের শাস্তির দাবিও জানান। শুক্রবার বাদ জুমা রাজধানীর কাওরান বাজার জনতা টাওয়ারের সামনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, দুর্যোগ নিয়ে নানা সমালোচনা চলছে। সেটাও মাথায় আছে। কে কোন দায়িত্বে অবহেলা করছে সে বিষয়ে আলোচনার সময় এখানও আসেনি। কেউ যদি গাফিলতি করে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আধুনিক বাংলাদেশের রূপকার এরশাদ একথা উল্লেখ করে জিএম কাদের বলেন, আজো যেসব উন্নয়ন কাজ হচ্ছে তার সিংহভাগ এরশাদের হাতের। দেশের অব্যাহত উন্নয়ন কাজ এরশাদের সূচনা করা। স্মরণসভায় সভাপতিত্ব করেন যুব সংহতি ঢাকা উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু। এসময় বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। প্রেসিডিয়াম সদস্য- সৈয়দ আবু হোসেন বাবলা, সাহাদুর রহমান টেপা, আলমগীর সিকদার লোটন, মনিরুল ইসলাম মিলন, মোস্তফা কামাল প্রমুখ। জিএম কাদের বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ নিজেদের জন্য একটি রাজনৈতিক শক্তি খুঁজছে। আমরা শক্তি অর্জন করে গণমানুষের স্বার্থে কর্মসূচী দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করব। তিনি বলেন, জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে। তিনি বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। তার চারটি জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করেছে, হুসেইন মুহম্মদ এরশাদের জনপ্রিয়তা কত বেশি।
×