ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ’

প্রকাশিত: ০৯:৩৭, ৩ আগস্ট ২০১৯

 ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ’

স্টাফ রিপোর্টার ॥ শেয়ার বাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণফোরামের নেতৃবৃন্দ বলেছেন, অতীতেও শেয়ারবাজার থেকে লুটপাটের ঘটনায় কোন বিচার হয়নি। তার পরও আমরা এবারের লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। আশা করি সরকার সাধারণ মানুষের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে। ডেঙ্গু-বানভাসি দুর্গত মানুষের জন্য করণীয় ও শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটের বিষয়ে কর্মসূচী গ্রহণের জন্য শুক্রবার নগরীর আরামবাগে গণফোরামের দলীয় কার্যালয়ে এক কর্মীসভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারাও। সভায় ডেঙ্গুর ভয়াবহতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্দ ও ব্যথিত।
×