ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৩ আগস্ট ২০১৯

 রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবেলায় কাজের সমন্বয় করতে এবং জরুরী পদক্ষেপ নেয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারী এবং কর্মীদের প্রতিদিন রাত ৮টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। বুধবার সংস্থাটির দেয়া এক পরিপত্রে এই আদেশ জারি করা হয়। ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া স্বাক্ষরিত ওই পরিপত্রে ডিএনসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং কর্মীদের উদ্দেশে এই আদেশ জারি করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে এ জ্বরে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
×