ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রকিকে আসামি করে মামলা, গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ

প্রকাশিত: ০৯:৩৬, ৩ আগস্ট ২০১৯

 রকিকে আসামি করে মামলা, গ্রেফতার দেখিয়ে আদালতে  প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে বিয়ের আসরে কনের বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সজীব আহমেদ রকিকে (২৩) আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে নিহত তুলা মিয়ার ছেলে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রশিদ জানান, ঘটনাস্থল থেকেই আটক সজীবকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মগবাজারের দিলু রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে তুলা মিয়ার মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন চলছিল। এসময় হঠাৎ ওই সেন্টারে ঢুকে তুলা মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে রকি। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তুলা মিয়া। ফিরোজা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন উপস্থিত জনতা সজীবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, প্রায় দুই বছর ধরে স্বপ্নাকে উত্ত্যক্ত করে আসছিল সজীব। গত মার্চে সজীবের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলাও করেন তুলা মিয়া। মামলায় গ্রেফতার হয়ে সজীব একমাস জেলও খেটেছে। জেল থেকে বেরিয়ে আবারও স্বপ্নাকে উত্ত্যক্ত করতে থাকে সজীব। স্বপ্নাকে অন্যত্র বিয়ে দেয়ার বিষয়টিও মানতে পারেনি সে।
×