ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’২০ সালের মধ্যে রেলে বায়ো টয়লেট সুবিধার ২শ’ মিটারগেজ কোচ

প্রকাশিত: ০৯:৩৬, ৩ আগস্ট ২০১৯

  ’২০ সালের মধ্যে  রেলে বায়ো টয়লেট সুবিধার ২শ’ মিটারগেজ কোচ

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীনতার পর এই প্রথম বায়ো টয়লেট সুবিধার মিটারগেজ কোচ আসছে ইন্দোনেশিয়া থেকে। ২০০ কোচের মধ্যে ২৬ কোচ নিয়ে চট্টগ্রাম বন্দরে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খালাসের অপেক্ষায় রয়েছে এসব কোচ। এর মধ্য থেকে ১৬ কোচ দিয়ে ঈদ-উল-আজহার যাত্রায় রংপুরে একটি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে প্রশ্ন উঠেছে, নতুন এসব কোচের লোডিং ক্যাপাসিটি ট্রায়াল না করেই কিভাবে এসব কোচ ঈদযাত্রায় দেয়া হবে। ২০২০ সালের জুন মাসের মধ্যে মোট নয়টি চালানে মিটারগেজ লাইনের সবগুলো কোচ পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এর আগে ব্রডগেজ লাইনের ৫০টি কোচ এসেছে রেলের পশ্চিম জোনের জন্য। সেগুলোর এখন লোডিং ক্যাপাসিটি ট্রায়াল শেষ হয়নি। তবে এর মধ্যে ২৪টি কোচ ট্রায়াল শেষ করে চলাচল শুরু করেছে। এদিকে, গত ২৪ জুলাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলের পূর্বাঞ্চলের পাহাড়তলীর ক্যারেজ এ্যান্ড ওয়াগন শপ কারখানা পরিদর্শনে আসেন। এ সময় তিনি কারখানার প্রত্যেকটি শপ ঘুরে ঘুরে দেখেন। এই কারখানায় ব্রডগেজ লাইন স্থাপনের জন্য বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী এফ এম মহিউদ্দিনকে নির্দেশ দেন। একই সময়ে তিনি লোকমোটিভ কারখানা তথা ডিজেলশপও পরিদর্শন করেন।
×