ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাটিংয়ে জবাব ইংল্যান্ডের

প্রকাশিত: ০৯:৩৩, ৩ আগস্ট ২০১৯

 ব্যাটিংয়ে জবাব ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট প্রত্যাবর্তনে আলো ছড়িয়েছেন স্টিভেন স্মিথ। সাবেক অধিনায়কের ১৪৪ রানের অসারধারণ ইনিংসে ভর করে এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৮৪ রান করে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ডের শুরুটা হয়েছে দুর্দান্ত। দলীয় ২২ রানে জেসন রয়কে (১০) হারিয়ে ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ররি বার্নস ও জো রুটের চমৎকার ব্যাটিংয়ে শুক্রবার দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ওই ১ উইকেট হারিয়েই ১৫২ রান তুলে নেয় ইংলিশরা। ওপেনার বার্নস ৭৫ ও অধিনায়ক রুট ব্যাট করছিলেন ব্যক্তিগত ৫৭ রান নিয়ে। ঐতিহ্যবাহী পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজ দিয়ে দুই বছরব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছে। তার ওপর প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে এসেছে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর। সবমিলিয়ে আকর্ষণীয় দ্বৈরথে দৃষ্টি ক্রিকেটপ্রেমীদের। এ্যাশেজের প্রস্তুতিস্বরূপ লর্ডসে প্রতিবেশী আয়ারল্যান্ডের সঙ্গে চারদিনের একটি টেস্ট খেলে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওই ম্যাচের মধ্য দিয়ে সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে অভিষেক হয় রঙিন পোশাকের তারকা জেসন রয়ের। সেখানে প্রথম ইনিংসে ৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৭২ রানের চমৎকার ইনিংস। কিন্তু বড় প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন প্রথম ইনিংসে নিজের ইনিংসটা বড় করতে পারেননি হার্ডহিটার রয়। ২২ বলে ২ চারে ১০ রান করে জেমস প্যাটিনসনের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ২৯ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। তারপরই শুরু বার্নস ও রুটের ওই প্রতিরোধ। এজবাস্টনে তার আগে প্রথমদিনের গল্পের পুরোটা ছিল স্মিথকে ঘিরে। ১২২ রানে অষ্টম উইকেট হারানো অসিদের বলতে গেলে একাই তিন শ’র কাছাকাছি নিয়ে গেছেন সাবেক অধিনায়ক। একাধিক রেকর্ডও গড়েছেন বহুল আলোচিত-সমালোচিত এ তারকা। ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ইংল্যান্ডের মাটিতে হওয়া যে কোন এ্যাশেজের প্রথমদিনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন স্মিথ। ৬৫ টেস্টের মাত্র ১১৮ ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম ২৪তম সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি, পেছনে ফেলে দিয়েছেন ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করা সময়ের সেরা প্রতিদ্বন্দ্বী ভারতের বিরাট কোহলিকে। মাত্র ৬৬ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে যথারীতি এ তালিকার শীর্ষে অবস্থান করছেন স্মিথের পূর্বসূরি ডোনাল্ড ব্র্যাডম্যান। এ্যাশেজে এটি স্মিথের নবম সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া পেসার স্টুয়ার্ট ব্রড। ক্রিস ওকসের শিকার ২ উইকেট।
×