ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে খেলতে যেতে ঘৃণা হতো ওয়ার্নারের

প্রকাশিত: ০৯:৩২, ৩ আগস্ট ২০১৯

 পাকিস্তানে খেলতে যেতে ঘৃণা হতো ওয়ার্নারের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকইনফোর নিয়মিত আয়োজন, ‘ক্রিকেটারদের সঙ্গে ২৫ প্রশ্ন’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ক্যারিয়ারের শুরুতে কোন দেশ সফরে ঘৃণা করতেন? এ প্রশ্নের জবাবে খানিক দ্বিধায় পড়ে যান ওয়ার্ন। বেশ কিছুক্ষণ ভেবে এক শব্দে উত্তর দেন, ‘পাকিস্তান।’ যদিও এর পেছনের কোন কারণ ব্যাখ্যা করার সুযোগ ওয়ার্নকে দেননি উপস্থাপক। অনেক বছর ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। দু’একটি নিচের সারির দল সফরে গেলেও প্রতিষ্ঠিত কোন দলই জঙ্গী আক্রান্ত দেশটিতে সফর করতে রাজি হয় না। তবে শেন ওয়ার্নরা যখন ক্রিকেট খেলতেন, তখন এমন পরিস্থিতি ছিল না। পাকিস্তানে তখন দুর্দান্ত সব ক্রিকেটার খেলতেন। কিন্তু তারপরও এশিয়ার বিশ্বকাপ জয়ী এই দেশটিতে সফর করতে ঘৃণা বোধ হতো ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনারের। সবারই যেমন ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে, তেমনি ওয়ার্নেরও ছিল। ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারের প্রশ্নে ওয়ার্নের প্রতিদ্বন্দ্বী একজনই ছিলেন মুত্তিয়া মুরলিধরন। দু’জনেই সহস্রাধিক আন্তর্জাতিক উইকেটের মালিক। আর কেউ তাদের ধারে কাছে নেই। দু’জনের মধ্যে কে সেরা তা নিয়ে ক্রিকেটবিশ্ব দুই ভাগ হয়ে আছে। পরিসংখ্যানের আশ্রয় নিলে ওয়ার্নের এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়। নিজের টেস্ট ক্যারিয়ারে একবারই মাত্র পাকিস্তান সফর করেছেন ওয়ার্ন এবং ওয়ানডেতে ১৯৯৪ সালের ত্রিদেশীয় সিরিজ এবং ১৯৯৬ সালের বিশ্বকাপের এক ম্যাচ খেলতে গিয়েছিলেন। টেস্টে ৭০৮ ও ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন। ১৯৯৪ সালের পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২ বার ইনিংসে ৫ উইকেটসহ মোট ১৮টি উইকেট শিকার করেছিলেন ওয়ার্ন। এছাড়া ওয়ানডে খেলতে দুইবার পাকিস্তান গিয়ে ৭ ম্যাচে ৬টি উইকেট নিতে পেরেছেন নিজের ঝুলিতে। তবে সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৫ টেস্টে ৬ বার পাঁচ উইকেট ও ২ বার ম্যাচে দশ উইকেটসহ মোট ৯০ উইকেট শিকার করেছেন ওয়ার্ন। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে খেলে তার ঝুলিতে রয়েছে ৩৭ উইকেট।
×