ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিমত বর্তমান বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলির, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মনে ধরেনি মেসির খেলা

রোনাল্ডো অন্যগ্রহের, সে সবার সেরা

প্রকাশিত: ০৯:৩১, ৩ আগস্ট ২০১৯

 রোনাল্ডো অন্যগ্রহের, সে সবার সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ মেজাজের দিক দিয়ে ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে বেশ মিল আছে ক্রিকেটের বিশ্বখ্যাত তারকা বিরাট কোহলির। আগেও অনেকবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পর্তুগীজ অধিনায়কের প্রশংসা করেছেন। আরও একবার একই কাজ করলেন সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। শুক্রবার এক সাক্ষাতকারে রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া কোহলি বলেছেন, রোনাল্ডো অন্যগ্রহের ফুটবলার, সে সবার জন্য অনুপ্রেরণা, সবার সেরা। শুধু তাই নয়, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী উঠতি তারকা কিলিয়ান এমবাপ্পের খেলার গুণমুগ্ধ হলেও সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি ৩০ বছর বয়সী কোহলি। কোহলির দৃষ্টিতে মেসির চেয়ে রোনাল্ডো বেশি চ্যালেঞ্জ নিয়েছেন। যে কারণে সাফল্যও পেয়েছেন বেশি। মেসি ও রোনাল্ডো দু’জনই জিতেছেন পাঁচটি করে ফিফা ব্যালন ডি’অর। ক্লাব পর্যায়ে দু’জনের অর্জন প্রায় এক হলেও সাম্প্রতিক সময়ে এগিয়ে গেছেন সিআর সেভেন। জুভেন্টাসে আসার আগে তিনি রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন। আর মেসির ক্লাব বার্সিলোনা গত চার বছর ফাইনালেই যেতে পারেনি। জাতীয় দলের অর্জনের দিক দিয়ে রোনাল্ডো আরও এগিয়ে। পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনাল্ডো ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন ২০১৬ সালে। আর কয়েক সপ্তাহ আগে জিতেছেন প্রথমবারের মতো শুরু হওয়া উয়েফা নেশন্স লীগ। কিন্তু আর্জেন্টিনার হয়ে মেসির অর্জন একেবারে শূন্য। এখন পর্যন্ত আলবেসেলেস্তাদের হয়ে একটি ট্রফিও জিততে পারেননি ক্ষুদে জাদুকর। বিশ্বকাপের ফাইনালসহ টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে হেরেছেন বার্সা ডায়মন্ড। গত মাসে সর্বশেষ কোপায় তো সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়। শুধু তাই নয়, রোনাল্ডো ইউরোপের তিনটি শীর্ষ লীগেই (ইংলিশ প্রিমিয়ার লীগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি’এ) ট্রফি জিতেছেন। কিন্তু মেসি জিতেছেন শুধু বার্সার হয়ে। কেননা তিনি এই এক ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চলেছেন। এসব বিবেচনায় হয়তো মেসির চেয়ে রোনাল্ডোকে বেশি মনে ধরেছে কোহলির। সাক্ষাতকারে বর্তমান বিশ্বসেরা ক্রিকেটার অকপটে বলেন, আমার মতে সে (রোনাল্ডো) বেশি চ্যালেঞ্জ নিয়েছে। সবখানে সফলও হয়েছে। সে-ই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। সে কি পরিমাণ পরিশ্রম করে সেটা আমি দেখেছি। এর কোন তুলনা হয় না। সে অন্যদের জন্য অনুপ্রেরণা। আর খুব বেশি কেউ মনে হয় না এতটা করতে পারে। এর মধ্যে একজন নেতার সত্তা আছে। এটাও আমার ভাল লাগে। তার আত্মবিশ্বাসও অবিশ্বাস্য পর্যায়ের। কোহলির উদযাপনের ভঙ্গি নিয়ে অনেক সমালোচনা আছে। এ জন্য অনেক সমালোচনা সইতে হয় ভারতীয় তারকাকে। কিন্তু এসব তিনি পাত্তা দেন না। অনুপ্রেরণা নেন রোনাল্ডোর থেকে। জুভেন্টাসের পর্তুগীজ তারকাও সাফল্য পেলে বুনো উল্লাস করেন। কোহলির বৈশিষ্ট্যও তাই। এক্ষেত্রে কে কি বললো সেটা নিয়ে ভাবতে রাজি নন কোহলি। এ বিষয়ে তিনি বলেন, আমার কাছে রোনাল্ডো বাকি সবার থেকে ওপরে, আলাদা। তার আত্মনিবেদন বা পরিশ্রমের তুলনা চলে না। সাফল্যের জন্য সে কতটা পাগল সেটা প্রতি ম্যাচেই বোঝা যায়। আমার তাকে খুব ভাল লাগে। বলতে পারেন তাকে আমি অনুসরণ করি। উঠতি ফুটবলারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পের মাঝে রোনাল্ডোর ছায়া দেখতে পান কোহলি। ২০১৮ বিশ্বকাপে নিজের জাত চেনান পিএসজিতে খেলা ফরাসী স্ট্রাইকার। ফাইনালসহ পুরো আসরে তাক লাগানো পারফর্মেন্স প্রদর্শন করে বিশ্বকাপের সেরা উদীয়মান তারকার খেতাব জয় করেন এমবাপ্পে। সঙ্গত কারণে তাকেই ভবিষ্যতে রোনাল্ডোর স্থানে দেখছেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। এ বিষয়ে কোহলির ভাষ্য, আমার দৃষ্টিতে এমবাপ্পে অসাধারণ খেলোয়াড়। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ও যে গতিতে বল নিয়ে বেরিয়ে গিয়েছিল সেটা ভোলা কঠিন। এক কথায় ও অসাধারণ। মূলত ও একাই মেসিদের বিদায় করে দিয়েছিল। নিঃসন্দেহে ও বিশ্বমানের খেলোয়াড়। আমার বিশ্বাস, একদিন ও সেরাদের সেরা হবে।
×