ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কচুয়ায় পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:১০, ৩ আগস্ট ২০১৯

 কচুয়ায় পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২ আগস্ট ॥ কচুয়ায় পানিতে ডুবে যমজ দুই শিশু সফিক (৭) ও রফিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের আবুল খায়েরের জমজ দুই শিশু বাড়ির পাশে বড়ইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় প্রতিবেশীরা জমজ দুই সন্তানের লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন পানি থেকে তুলে যমজ দুই সন্তানকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নীলফামারীতে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, গোসল করতে নেমে সাঁতার জানা স্কুলছাত্র সৌরভ (১৪) পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এই ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি মাস্টারপাড়া গ্রামে। এলাকাবাসী ওই ছাত্রের মৃত্যুকে অলৌকিক বলে মন্তব্য করেছে। সৌরভ ওই গ্রামের কুদরুতিয়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী পেয়ারুল ইসলামের ছেলে ও কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জামালপুরে শিশু নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর জিগাতলা গ্রামে পানিতে ডুবে খন্দকার কাউছার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি জিগাতলা গ্রামের কৃষক খন্দকার এরশাদের ছেলে এবং স্থানীয় জিগাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, শিশু কাউছার শুক্রবার দুপুর ১২টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে তাদের বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় সে। প্রায় দুই ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।
×