ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে বৃক্ষ মেলা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৯:১০, ৩ আগস্ট ২০১৯

 দাউদকান্দিতে বৃক্ষ  মেলা উদ্বোধন  করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২ আগস্ট ॥ শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এর আগে তিনি কৃষি প্রযুক্তি, বীজ-বৃক্ষ মেলা উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া। বক্তব্য রাখেন, হাট খোলা স্কুলের সভাপতি শাহনেওয়াজ ভুইয়া ও প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক। আমাদের কৃষি নির্ভর দেশ হিসেবে উল্লেখ করে ড.আব্দুর রাজ্জাক বলেন, সরকার কৃষিপণ্য উৎপাদনে সকল প্রকার সহযোগিতা করছে, এ সুযোগ কাজে লাগিয়ে ব্যাপকহারে কৃষিপণ্য উৎপাদনের জন্য তিনি আহ্বান জানান তিনি বলেন, বর্ষায় বৃক্ষ রোপণের উপযুক্ত সময়, দেশের প্রতিটি সরকারী- বেসরকারী বৃক্ষ বাগান থেকে চারাগাছ সংগ্রহ করে লাগানোর জন্য তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যার মেজর (অবঃ)মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রমুখ।
×