ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: ০৯:০৭, ৩ আগস্ট ২০১৯

 ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

দেশের বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অডিটরিয়ামে মন্ত্রণালয় কর্তৃক ‘ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ড. কাজলা সেহেলী মশা নিয়ন্ত্রণের উপর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। পুরুষ এডিস মশাকে স্টেরাইল করার মাধ্যমে বন্ধ্যা করে পরিবেশে ছেড়ে ডেঙ্গু রোগের বাহক স্ত্রী এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার কথা উল্লেখ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এডিস মশা নির্মূল করার লক্ষ্যে বিজ্ঞানীদের এগিয়ে আসার জন্য নির্দেশ দেয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর বিকল্প নেই। তিনি সবাইকে একসঙ্গে এটি প্রতিরোধ করার জন্য আহ্বান জানান। মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস-আদালত, বাসা-বাড়ি, স্কুল-কলেজ সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধের আহ্বান জানান। হক কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) সহ মন্ত্রণালয়ের অন্য সংস্থা প্রধানরা এডিস নির্মূলের ওপর আলোকপাত করেন। -বিজ্ঞপ্তি।
×