ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌন্দর্যবর্ধনে চার কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৯:০৬, ৩ আগস্ট ২০১৯

 সৌন্দর্যবর্ধনে চার কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ঘিরে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের এক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ প্রকল্পের মধ্যে রয়েছে মাঠের চারদিকে ড্রেন, ওয়াকওয়ে এবং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনায় মুক্তমঞ্চ নির্মাণ। এতে ব্যয় হবে চারকোটি টাকা। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন শুক্রবার দুপুরে কাজির দেউড়ির ‘গল্প কাব্য’ এলাকায় প্রকল্পের কাজ উদ্বোধন করেন। চসিক মেয়র আ জ ম নাছির বলেন, আউটার স্টেডিয়াম এলাকায় এরমধ্যেই সৌন্দর্যবর্ধনের নানামুখী কাজ হয়েছে। এলাকার সৌন্দর্য আরও বেড়ে যাবে ৩ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার নতুন এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে। বক্তব্যে তিনি নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা এবং সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ জাকারিয়া, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসএম মামুনুর রশীদ, লিটন রায় চৌধুরী, চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
×