ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৮:৫৮, ৩ আগস্ট ২০১৯

 বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বাংলার গানের প্রাণ লোকবাদ্য যন্ত্র। সেই বাদ্যযন্ত্রের অন্যতম শীর্ষস্থান দখল করে আছে দোতারা। উপমহাদেশে দোতারার জনক ছিলেন ওস্তাদ কানাই লাল শীল। সেই সূত্রে লোকবাদ্য যন্ত্র ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠী। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর নতুন কার্যনির্বাহী কমিটির প্রীতি সম্মিলনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নাছির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা, উপসচিব (প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (১) প্রধানমন্ত্রীর কার্যালয়) এস এম খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোতারার জনক একুশে প্রদক প্রাপ্ত ওস্তাদ কানাই লাল শীলের মেজ ছেলে, ওস্তাদ আশুতোষ শীল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাছির উদ্দি, উপদেষ্টা এস এম খুরশিদ আলম, শামিম আরা স্মৃতি, মোহাম্মদ মিকাইল, মোঃ আব্দুল কাদের তালুকদার, মোঃ শহিদুল ইসলাম। কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল কুমার দাস, সহ-সভাপতি রতন কুমার রায়, শেখ জালাল উদ্দীন, আব্দুল্লাহেল রাফি তালুকদার, মোঃ মোকাদ্দেস আলী, সিরাজুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন, সাংগঠনিক সম্পাদক সরদার হিরক রাজা, কোষাধ্যক্ষ শান্ত সাহা, দফতর সম্পাদক জিয়াউল আবেদীন, প্রচার সম্পাদক এনামুল হক, নির্বাহী সদস্য দিতি সরকার, অরূপ শীল, সুমন কুমার শীল, রঞ্জীত কুমার বৈরাগী, মোঃ সুমন হোসেন, আলমীনা আক্তার নিতু। আলোচনা শেষে বাংলাদেশ দোতারা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
×