ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদের একাধিক নৃত্যানুষ্ঠানে মিজান লেমন

প্রকাশিত: ০৮:৫৮, ৩ আগস্ট ২০১৯

  ঈদের একাধিক নৃত্যানুষ্ঠানে মিজান লেমন

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মিজান লেমন। বাংলাদেশে টেলিভিশনসহ দেশের বিভিন্ন চ্যানেলে নিয়মিত নৃত্য পরিবেশন করে থাকেন। নৃত্য পরিবেশনের পাশাপাশি লেমন একজন নৃত্য শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে আসছেন। নিয়মিত নৃত্য পরিবেশনের ধারাবাহিকতায় লেমন গত ঈদে বেশ কিছু চ্যানেলের একাধিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদ-উল-আযহাও বেশ কয়েকটি নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন সব মিলে নৃত্য নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন লেমন। দেশের অত্যন্ত মেধাবী নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মিজান লেমনের জম্মস্থান নওগাঁ। লেমন ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী ছিলেন। ছোটবেলা লেমন তার বাবার হাত ধরে নাচ শেখেন। লেমন দীর্ঘ ১২ বছর নাচের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে কোরিওগ্রাফি ও করে থাকেন। দীর্ঘ দিনের নৃত্য অভিজ্ঞতায় লেমন বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল বিটিভিসহ দেশের টিভি চ্যানেলগুলোতে নাচের প্রোগ্রাম করে থাকেন। লেমন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাফার পাশাপাশি রাজধানীর নামকরা আরও ৪টি নাচের স্কুলে নাচ প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন। সব মিলিয়ে নাচ নিয়েই বেশিরভাগ সময় কাটছে লেমনের। মিজান লেমন তার বাকি জীবনটা সঠিক ভাবে কাজ করে কাটিয়ে দিতে চান। এ জন্য তিনি দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন যাতে আন্তর্জাতিকভাবে কাজ করে দেশের সুনাম বয়ে আনতে পারেন। মিজান লেমন তার একনিষ্ঠ সাধনার মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশা সকলের। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×