ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যানজটে স্থবির বারেক বিল্ডিং থেকে শাহ আমানত বিমানবন্দর সড়ক

প্রকাশিত: ০৮:২৭, ৩ আগস্ট ২০১৯

 যানজটে স্থবির  বারেক বিল্ডিং  থেকে শাহ  আমানত  বিমানবন্দর  সড়ক

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি নেই, নেই জলাবদ্ধতা। তারপরও যানজটে স্থবির চট্টগ্রামের বারেক বিল্ডিং থেকে শাহ আমানত বিমানবন্দর সড়ক। মাত্র ১৫ কিলোমিটারের এই রাস্তা পেরোতে লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা। এতে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও। চট্টগ্রামের বারেক বিল্ডিং থেকে শাহ আমানত বিমানবন্দর সড়কের এক অংশে ঠাঁই দাঁড়িয়ে আছে যানবাহন। মিনিট দশেক পর ধীরে ধীরে কিছুটা এগুলেও কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে তিন থেকে চারঘণ্টা। এই চিত্র চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত রাস্তা বারেক বিল্ডিং থেকে শাহ আমানত বিমানবন্দর সড়ক পর্যন্ত। দুটি প্রধান ইপিজেড, বন্দর, এয়ারপোর্ট, রাষ্ট্রায়ত্ত তেল স্থাপনা, কয়েকটি কন্টেনার ডিপো মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নগরীর এই দক্ষিণাংশে। ফলে প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচল এ সড়কে। অথচ গেল এক সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা অবধি এমন ভয়ানক যানজটের কবলে পড়ে নাকাল মানুষ। পুরো সড়কেই বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন। বিশেষ করে বন্দরে পণ্যবাহী যানবাহনের প্রবেশে ধীরগতি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি আর টানা বর্ষণে খানাখন্দ। এসব মিলে পুরো মহানগরে সবচেয়ে বেশি যানজট এখন এই সড়কে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরাও। তবে এরপরও যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টার কথা বলছে পুলিশ। পাশাপাশি যান চলাচলের গতি আরও বাড়াতে খানাখন্দ মেরামতেও কাজ করছে সিটি কর্পোরেশন।
×