ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশ সফরের জন্য সৌদি নারীর পুরুষের অনুমতি লাগবে না

প্রকাশিত: ০৮:২৪, ৩ আগস্ট ২০১৯

 বিদেশ সফরের জন্য সৌদি নারীর পুরুষের  অনুমতি লাগবে না

রক্ষণশীল সৌদি আরবে নারী স্বাধীনতা আরও বাড়ল। সৌদি নারীরা এখন থেকে তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে। বৃহস্পতিবার সৌদি আরবের এক ডিক্রীতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ২১ বছরের বেশি বয়সী যে কোন নারী এখন থেকে কোন পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। সৌদি আরবে দীঘদিন ধরে সমাজকর্মীরা নারীদের গাড়ি চালানো নিয়ে প্রচার করে আসছিলেন এবং গতবছর নারী গাড়ি চালকদের ওপর নিষেধাজ্ঞাকে বাতিল করে যা বিশ্বব্যাপী সমাদৃত হয়। খবরে বলা হয়েছে, কোন সৌদি নাগরিক আবেদন জমা দিলে তাকে পাসপোর্ট দেয়া হবে। প্রাপ্তবয়স্ক সব ব্যক্তিই এখন থেকে পাসপোর্টের জন্য আবেদন করতে এবং ভ্রমণ করতে পারবেন। এর ফলে এই ক্ষেত্রে নারীদের অনেকটা পুরুষের সমকক্ষ হিসেবেই বিবেচনা করা হবে। ওই রাজকীয় আইনে আরও বলা হয়েছে, এখন থেকে নিজের সিদ্ধান্তেই বিদেশ ভ্রমণে যেতে পারবেন সৌদির নারীরা। তাদের ওপর এ বিষয়ে আর কোন নিষেধাজ্ঞা থাকছে না। তারা স্বাধীনভাবে যে কোন দেশে একা একাই ভ্রমণ করতে পারবেন। গত কয়েক বছরে সৌদিতে ব্যাপক পরিবর্তন এনেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ২০১৬ সালে একটি পরিকল্পনা ঘোষণা করেন। ভিশন ২০৩০ নামের ওই প্রকল্প বাস্তবায়নে সৌদির অনেক রীতিনীতির ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমান অগ্রাধিকার দেয়া হচ্ছে। -বিবিসি
×