ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশিত: ০৭:৪৬, ৩ আগস্ট ২০১৯

 তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র  পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া ফের দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ (জেসিএস)। শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে পূর্ব উপকূলের সাউথ হামগিয়ং প্রদেশের ইয়ংহাং এলাকা থেকে জাপান সাগরে এ ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এ নিয়ে পিয়ংইয়ং ৮ দিনের মধ্যে তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন কিংবা পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া বা তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের কোন বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি এদিনের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ২৫ কিলোমিটার উচ্চতায় উড়ে ২২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে ধারণা দিয়েছে জেসিএস। এ ধরনের অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে এগুলো তুলনামূলক বেশি গতির, ভাষ্য বিশেষজ্ঞদের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, শুক্রবারের দুটিও উত্তরের ছোড়া আগের ক্ষেপণাস্ত্রগুলোর মতোই নতুন ধরনের স্বল্প পাল্লার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও নতুন, বলেছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা।
×