ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মন্দা দেশের অর্থনীতির টুটি চেপে ধরছে ॥ রাহুল গান্ধী

প্রকাশিত: ০৭:৪৬, ৩ আগস্ট ২০১৯

 মন্দা দেশের অর্থনীতির  টুটি চেপে ধরছে ॥  রাহুল গান্ধী

ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার গণমাধ্যমকে রাহুল বলেন, ভারতে চলমান অর্থনৈতিক মন্দা হ্রাস হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। পাশাপাশি তিনি জানান, বর্তমানে ভারতীয় অর্থনীতির যা দশা তাতে মন্দার ট্রেন এবার দেশের টুটি চেপে ধরছে। প্রধানমন্ত্রী মোদিকে সম্ভাষণ করে এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ‘অযোগ্য’ অ্যাখ্যা দিয়ে রাহুল গান্ধী জানান, যদি অর্থমন্ত্রীর বক্তব্য হয় টানেলের শেষে আলোর দেখা মিলবে তাহলে তার মতে মন্দার ট্রেন পুরো বেগে আসছে। অপর এক টুইটার বার্তায় রাহুল বলেন, দেশের অর্থনীতি লাইনচ্যুত এবং টানেলের শেষে কোন আলোই দেখা যাচ্ছে না। যদি আপনার অপদার্থ অর্থমন্ত্রী আপনাকে বলে থাকেন যে ওখানে আলো আছে তবে আমাকে বিশ্বাস করুন, মন্দার ট্রেন পুরো গতিতে আসছে টুটি চেপে ধরতে। সরকারীভাবে তথ্য প্রকাশ হয়েছে জুন মাসে আটটি প্রধান শিল্পে শূন্য দশমিক দুই শতাংশ সংকোচন হয়েছে বিশেষত তৈলজাতীয় ক্ষেত্রে এবং সিমেন্টে যা গত চার বছরে সর্বনিম্ন। আর এই সরকারী তথ্য প্রকাশের একেবারে ঠিক পরের দিন রাহুল গান্ধী মোদিকে কড়া ভাষায় সমালোচনা করলেন। এর আগে বুধবার রাহুল গান্ধী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্বোধ মনোভাবের দরুন জিএসটি চালু হয় এবং নোটবন্দী করা হয় যার ফলে ভারতীয় অর্থনীতি পতনের পথে। এনডিটিভি।
×