ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট ডিআইজি পার্থ সাসপেন্ড

প্রকাশিত: ১২:৩১, ২ আগস্ট ২০১৯

 সিলেট ডিআইজি  পার্থ সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিককে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফ্ল্যাট থেকে ঘুষের ৮০ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশন তাকে গ্রেফতার করেছিল। মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মোঃ মুনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হলেও বুধবার রাতে তা প্রকাশ পায়। প্রজ্ঞাপনে বলা হয় প্রেফতার হওয়ার দিন থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত কার্যকর হবে। এ সময়ে তিনি শুধু খোরাকি ভাতা পাবেন। দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন গত সোমবার বাদী হয়ে পার্থর বিরুদ্ধে একটি মামলা করেন। গ্রেফতারের পর পার্থকে কারাগারে পাঠায় ঢাকার মহানগর বিশেষ জজ আদালত। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো একটি চিঠিতে পার্থকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে মামলা সম্পর্কে অবহিত করেছে দুদক।
×