ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রহমতগঞ্জের সঙ্গে ড্র করে লীগ শেষ করল মোহামেডান

প্রকাশিত: ১২:৩১, ২ আগস্ট ২০১৯

রহমতগঞ্জের সঙ্গে ড্র  করে লীগ শেষ  করল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় দু-দুবার এগিয়ে গিয়ে জিততে পারেনি দেশীয় লীগে সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়ন মোহামেডান। বরং ২-২ গোলে ড্র করে তাদের রুখে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। গোল করেন মোহামেডানের মালি ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে (২৪ মিনিটে) এবং মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ (৮৩ মিনিটে); রহমতগঞ্জের ফরোয়ার্ড রকিবুল ইসলাম (৩৪ মিনিটে) এবং মিডফিল্ডার এনামুল ইসলাম (৮৯ মিনিটে)। লীগের প্রথম লেগে দুদলের প্রথম সাক্ষাতে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ। চলতি লিগে নিজেদের ২৪তম ম্যাচে এটা মোহামেডানের সপ্তম ড্র। ২৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে (১৩ দলের মধ্যে)। তাদের একধাপ নিচে থাকা চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ২৩ ম্যাচে ২৪ পয়েন্ট। চট্টলার দলটি যদি তাদের শেষ ম্যাচে জেতে, তাহলে মোহামেডান নেমে যাবে নয়ে। ড্র করলেও আবাহনী আটে চলে যাবে, কেননা গোলগড়েও মোহামেডানের চেয়ে ভাল পর্যায়ে আছে তারা। পক্ষান্তরে ২৪ ম্যাচে এটা দশম ড্র ১৯৭৭ লিগের রানার্সআপ রহমতগঞ্জের। ২২ পয়েন্ট নিয়ে তারা আছে দশম স্থানে। নিজেদের লীগ ইতিহাসে এটা মোহামেডানের দ্বিতীয় বাজে ফল। সবচেয়ে খারাপ ফল করেছিল তারা। ২০১৬ মৌসুমে অল্পের জন্য রেলিগেডেট হওয়ার হাত থেকে ইজ্জত বাঁচায়। ১২ দলের মধ্যে হয়েছিল দশম স্থান। এই লিগে মোহামেডান মোট ১১টি ম্যাচে হেরেছে, যা তাদের লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে হারার রেকর্ড। এর আগে তারা ২০১০-১১, ২০১৬ এবং ২০১৭-১৮ মৌসুমের লিগে ৮ বার করে হেরেছিল। সর্বশেষ ২০০২ সালে লিগ জেতে মোহামেডান। যদিও আশ্চর্যের ব্যাপার- ১৭ বছর ধরে লিগ না জিতেও আজও তারা পরিসংখ্যানের বিচারে ঢাকা লীগের সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়ন! গত একযুগ ধরে ঈর্ষণীয় সাফল্যের মুখ দেখা আবাহনী এতবার লিগ জিতেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে এখনও টপকাতে পারেনি। তাদের লীগ শিরোপাসংখ্যা ১৭। অর্থাৎ মোহামেডানের চেয়ে এখনও দুটি কম! যদিও প্রিমিয়ার বা পেশাদার লিগে এখনও শিরোপা জেতা হয়নি ৮৩ বছর বয়সী মোহামেডানের (তবে হ্যাটট্রিক রানার্সআপ হয়েছে প্রথম তিন আসরে)। ২০১৪ সালে মোহামেডান জিতেছিল সর্বশেষ শিরোপা (স্বাধীনতা কাপ)। এরপর শুধুই হাহাকার আর হতাশা। যে ক্লাবকে নিয়ে ফুটবল ভক্তদের আবেগ-উন্মাদনা ছিল, স্টেডিয়ামের গ্যালারি দুই ভাগে বিভক্ত হতো, সেই অতীতের সফল মোহামেডান গত কয়েক বছর ধরেই যেন পরিণত হয়েছে বর্তমানের কংকালে!
×