ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুর্ধ-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল শুরু

প্রকাশিত: ১১:৪৭, ২ আগস্ট ২০১৯

অনুর্ধ-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনুর্ধ-২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল। অংশগ্রহণকারী খেলোয়াড়রা কোচ মামুন-উর-রশীদের কাছে রিপোর্ট করেন। প্রথমদিন সৌজন্য সাক্ষাতে খেলোয়াড়দের প্রতি ট্রায়ালে নিজেদের সেরাটা দেয়ার আহ্বান জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার জানান, প্রতিভা যাচাইয়ে এই খেলোয়াড়দের যথেষ্ট সময় দেয়া হবে। দ্বিতীয় বিভাগ হকি লীগের বাছাইকৃত ৫১ খেলোয়াড় ও বিভিন্ন সার্ভিসেস দলসহ শতাধিক খেলোয়াড় অংশ নেবেন উন্মুক্ত ট্রায়ালে। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। ট্রায়াল থেকে বাছাইকৃত ৩৫ খেলোয়াড়ের সঙ্গে প্রাথমিক স্কোয়াডে যোগ দেবেন জাতীয় দলের ২৫ খেলোয়াড়। ২ আগস্ট সকাল ৭টা ও দুপুর ৩টায় দুই বেলা অনুষ্ঠিত হবে ট্রায়াল। ৭ আগস্ট পর্যন্ত চলা এই ট্রায়ালে কোচের দায়িত্বে থাকবেন মামুন-উর-রশীদ, সহকারী কোচ আলমগীর আলম ও গোলরক্ষক কোচ রাসেল খান বাপ্পি। এই টুর্নামেন্ট ঘিরে ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেলকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে ৪ সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি। নির্বাচক কমিটির অন্য সদস্যরা হলেন : কামরুল ইসলাম কিসমত (সদস্য সচিব), খাজা তাহের লতিফ মুন্না (সদস্য), রফিকুল ইসলাম কামাল (সদস্য)।
×