ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল থেকে নেমে গেল নবাগত নোফেল

প্রকাশিত: ১১:৪৬, ২ আগস্ট ২০১৯

বিপিএল ফুটবল থেকে নেমে গেল নবাগত নোফেল

স্পোর্টস রিপোর্টার ॥ নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের প্রথম আদ্যক্ষর মিলে হয় ‘নোফেল’। আর এই নামেই গঠিত হয় নোফেল স্পোর্টিং ক্লাব। এবারই প্রথমবারের মতো অনেক আশা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অংশ নিয়েছিল তারা। কিন্তু সে আশায় গুড়েবালি। কেননা টিম বিজেএমসির পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে অবনমনের শিকার হয়েছে তারা। আগামী মৌসুম থেকে এই দুটি দলকে খেলতে হবে পেশাদার লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে। দিনটা বৃহস্পতিবার হলেও নোফেলের জন্য ছিল ‘শনির দশা’র মতো। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ লীগ ম্যাচে নোফেল ২-২ গোলে দু’বারের লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবের সঙ্গে ড্র করেও শেষরক্ষা করতে পারেনি। খেলার প্রথমার্ধে জামাল এগিয়েছিল ১-০ গোলে। জোড়া গোল করেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বু (১৫ ও ৫১ মিনিটে)। নোফেলের মিডফিল্ডার খন্দকার আশরাফুল ইসলাম (৫৬) ও গিনি ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা (৮৫) মিনিটে একটি করে গোল করেন। লীগের প্রথম লেগেও এই দু’দল পরস্পরের সঙ্গে মোকাবেলায় গোলশূন্য ড্র করেছিল। নোফেলের ভাগ্যটা খারাপই বলতে হবে। কেননা নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে অবনমনের হাত থেকে বাঁচার একটি সুযোগ ছিল তাদের। সেক্ষেত্রে রহমতগঞ্জ পরের ম্যাচে হারলেই ভাগ্য সুপ্রসন্ন হতো। কিন্তু দুই গোল খেয়ে দুই গোল শোধ দিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও সেটা না হওয়াতে অবনমিত হতেই হয় তাদের। নিজেদের ২৪তম ম্যাচে এটা নোফেলের পঞ্চম ড্র। ২০ পয়েন্ট নিয়ে তারা লীগ শেষ করলো পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে থেকে (বিজেএমসি ত্রয়োদশ)। পক্ষান্তরে সমান ম্যাচে এটা জামালের সপ্তম ড্র। ২৮ পয়েন্ট নিয়ে তারা লীগ শেষ করল ষষ্ঠ স্থানে থেকে। ময়মনসিংহে মুক্তিযোদ্ধাকে হারালো সাইফ ॥ ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বড় জয় কুড়িয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দু’বারের লীগ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে তারা হারায় ৩-১ গোলে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। গোল করেন সাইফের অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভুঁইয়া (১৯ মিনিটে), ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম (৮৭ মিনিটে) ও মিডফিল্ডার সাজ্জাদ হোসেন (৮৯ মিনিটে)। মুক্তির জাপানী ফরোয়ার্ড ইউসুকে কাতো পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন (২৫ মিনিটে)।
×