ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু অচিরেই

প্রকাশিত: ১১:৪৬, ২ আগস্ট ২০১৯

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু অচিরেই

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আগস্টের তৃতীয় সপ্তাহে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এদিকে এ ম্যাচকে সামনে রেখে কমপক্ষে ১০ দিন আগে দলকে কাতার পাঠাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সঙ্গে স্থানীয় ক্লাবের বিপক্ষে খেলতে চায় দুটি প্রস্তুতি ম্যাচ। কিছুটা হলেও বুঝি প্রাণ ফিরে এলো দেশের ফুটবলে। বিশেষ করে বিশ্বকাপের বাছাইকে সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখছে ফুটবলপ্রেমীরা। প্রত্যাশার পালে আরও হাওয়া লেগেছে তুলনামূলক সহজ গ্রুপ হওয়ায়। যেখানে লক্ষ্যটা অন্তত এশিয়ান কাপ। আর তারজন্য থাকতে হবে সেরা ২৪ দলের মধ্যে। সে দৌড়ে টিকে থাকার পথে প্রথম চ্যালেঞ্জ আফগানিস্তান। ১০ আগস্ট প্রথমপর্বের ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাফুফে। প্রতিপক্ষের মাঠে প্রীতিম্যাচের জন্য কথা চলছে ইন্দোনেশিয়া-ফিলিপিন্সের সঙ্গে। তবে সবার আগে প্রাধান্য দেয়া হবে কাতারে ক্যাম্পকে। যেখানে জোর কথা চলছে ৩ ও ৫ আগস্ট স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি আন-অফিসিয়াল ম্যাচ আয়োজনে।
×