ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রদ্ধায় শামীম কবিরকে শেষ বিদায়

প্রকাশিত: ১১:৪৩, ২ আগস্ট ২০১৯

শ্রদ্ধায় শামীম কবিরকে শেষ বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আনোয়ারুল কবির শামীমকে (শামীম কবির) ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে। গত সোমবার ক্যান্সার আক্রান্ত শামীম কবির রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট একাডেমি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে তার কফিনে শ্রদ্ধা জানান উপস্থিতরা। এ সময় ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিসিবির কর্মকর্তারা, সাবেক ক্রিকেটাররা, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ), ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), দৈনিক সংবাদ পত্রিকাসমূহ ও বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর আগে শামীম কবিরের স্মরণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটিতে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। শামীম কবিরের জানাজায় উপস্থিত ছিলেন তাদের উত্তরসূরি অনেক ক্রিকেটার। ছিলেন রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়রা। সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ, তানভীর মাজহার তান্না ও সৈয়দ আশরাফুল হকও এসেছিলেন দেশের প্রথম ক্রিকেট অধিনায়ককে শ্রদ্ধা জানাতে। ছিলেন সাবেক ক্রিকেটার ও সংগঠক জালাল আহমেদ চৌধুরসহ আরও অনেকে। জানাজার আগে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও শফিকুল হক হীরা এবং সাবেক ক্রিকেটার শাকিল কাশেম স্মৃতিচারণ করেন শামীম কবিরের। বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতীয় ক্রিকেট দল ১৯৭৭ সালে প্রথম দেশের মাটিতে খেলেছিল ইংল্যান্ডের বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান-উইকেটরক্ষক শামীম কবির। ৭ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) বাংলাদেশ ক্রিকেট দল ৩ দিনের একটি অনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হয়েছিল ক্লার্কের নেতৃত্বাধীন ইংল্যান্ডের শক্তিশালী এমসিসি ক্রিকেট দলের।
×