ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর মাজার পরিদর্শন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি ॥ মিলার

প্রকাশিত: ১১:০৩, ২ আগস্ট ২০১৯

শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি ॥ মিলার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১ আগস্ট ॥ আমেরিকান এ্যাম্বাসেডর রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহান নেতা। তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন এবং সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মতো একজন অসাধারণ ব্যক্তিত্ব যে কোন জাতির জন্য অত্যন্ত গর্বের। এ জন্য তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি তার এ অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই প্রথম আমি বঙ্গবন্ধুর মাজারে এসেছি। আগামী বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং এ দেশের ৫০তম জন্মবার্ষিকী উদ্্যাপিত হবে। আমেরিকান এ্যাম্বাসেডর হিসেবে তখন আমি এখানে উপস্থিত থাকতে পারলে নিজেকে সম্মানিত বোধ করব।
×