ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ১১:০৩, ২ আগস্ট ২০১৯

উবাচ

গুজবের ফ্যাক্টরি স্টাফ রিপোর্টার ॥ একবার কুখ্যাত যুদ্ধাপরাধী সাঈদীকে চাঁদে দেখার গুজব রটিয়ে জামায়াত দেশে লঙ্কাকা- বাধালো। সে কথা নিশ্চই ৎসবার মনে আছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের মধ্যে এই কৌশলে দেশকে অস্থিতিশীল করেছিল জামায়াত। বিএনপির ঘনিষ্ট বন্ধু জামায়াতের কৌশলই কি এবার রপ্ত করেছে বিএনপি। না হলে বিএনপির নেতারা কেন বলছেন ডেঙ্গুর জীবাণুবাহী মশা আওয়ামী লীগ আমদানি করছে। কেন তাদের লোকরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেড়াচ্ছে পদ্মা সেতুর জন্য মাথা লাগছে। দেশর স্থিতিশীলতা বিনষ্ট করার এর থেকে জঘন্য উদ্যোগ আর কি হতে পারে। অনেকটা গ্রাম্য খারাপ মোড়লদের মতো এই কৌশল না নিলেই কি হতো না দলটির। বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে ‘গুজবের ফ্যাক্টরি’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ, তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে। এই দলের কেন্দ্রীয় কার্যালয় একটা গুজবের ফ্যাক্টরি। সেখান থেকে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একদিকে অপপ্রচার করছে, অন্যদিকে নানা গুজব রটাচ্ছে। গুজব থেকে গণপিটুনি, এই গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির ‘অপপ্রচারের’ কারণে এখন এখন দেশের মানুষ তাদের বিশ্বাস করছে না বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গল্পের রাখাল বালকের মতো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি আর অবনতি। ডাক্তাররা বলে না, অথচ বিএনপি বলে। মশার বিস্তারে সরকার স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর মৃত্যুর পর মানুষ ভবেছিল একটি শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা কিসের বিতর্কিত পচা কথা বলার। কিন্তু না একজন রিজভী এখনও রয়ে গেছেন। বিএনপিতে সাকার শূন্যতা পূরণ হয়েছে। এই সেদিন বলেছিলেন এই মশা নাকি আওয়ামী লীগের আমদানি এখন বলছেন এই আমদানি করা মশা ছেড়ে দিয়ে বিস্তার ঘটিয়ে মানুষ মারছে সরকার। তিনি বলেছেন মশার বিস্তার ঘটিয়ে সরকার ঘরে ঘরে আতঙ্ক তৈরি করেছে। যাদের সামান্য মশা মারার মুরোদ নেই, তাদের আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না জনগণ। আচ্ছা মশা যদি আওয়ামী লীগ আমদানি করে আর তারাই বিস্তার ঘটায় তাহলে এই মশা কেন তারাই মারবে। রিজভী আবার সরকারকে ক্ষমতাও ছেড়ে দিতে বলেছেন। সরকার ক্ষমতা ছেড়ে দিলেই বিএনপি ক্ষমতা গ্রহণ করবে আর সব মশা মেরে ফেলে মশা মারা সরকার হবে। সবাই মাছি মারা কেরানির কথা শুনেছেন কিন্তু মশা মারা বিএনপির কথা নিশ্চই কেউ শোনেননি। মশা মারতে পারেন না বিএনপি মারেন স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতাকর্মীদের অবস্থা কি এডিস মশার চেয়ে শোচনীয়। তা না হলে বিএনপি নেতারা কেন বলছেন আপনারা মশার সঙ্গে পারেন না পারেন আমাদের সঙ্গে। মশার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা কিভাবে দেশের উপকারে আসবে তাই নিয়ে এখন জোর আলোচনা চলছে। সরকারের রাজনৈতিক কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি কি আশা করে তাইতো এখনও স্পষ্ট না। চেয়ারপার্সন এতিমের টাকা লুটের মামলায় জেলে গেছেন। দলটির ভবিষ্যত কা-ারিকে নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। সেখানে নেতাকর্মীরা কেন বিএনপির জন জীবন দিতে মাঠে নেমে আসবে তা কি একবারও বিএনপি ভেবেছে। ভাবলে হয়তো ভাল করত। নিজেদের কারণে কর্মী হারানো বিএনপি এখন অন্যের কাঁধে দায় চাপাচ্ছে। নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার এডিস মশা ঠিকমতো মারতে পারে না, তবে বিএনপির নেতাকর্মীদের ঠিকই মারতে পারে। মশা কামড়ালে তবু অনেকে ভাল হয়ে যায়, এই সরকারের অনেক লোক আছে যারা রক্ত চুষে চুষে খেয়েই চলেছে।
×