ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত

প্রকাশিত: ১১:০২, ২ আগস্ট ২০১৯

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইয়েমেনের এডেন বন্দরে বৃহস্পতিবার দুটি হামলায় ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, শহরটির কাছাকাছি ব্রেইকা এলাকার আল-গালা ক্যাম্পের এক মিলিটারি প্যারেডে এদিন দুপুরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হন। এর আগে সকালে এক পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হন বলেও উল্লেখ করেন তিনি। খবর এপির। এই কর্মকর্তা জানান, এই দুই হামলায় মোট ৫৬ জন আহত হন। তবে হতাহতদের মধ্যে কতজন সামরিক বা বেসামরিক নাগরিক তা জানাননি তিনি। এই হামলার দায় স্বীকার করে দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধরত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওয়েবসাইটে বলা হয়েছে, আল-গালা ক্যাম্পে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে আবদেল দায়েম আহমেদ নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন, এডেনের কাছাকাছি ওমার আল-মুখতার এলাকার পুলিশ স্টেশনটিতে একটি বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। ইয়েমেনের সরকারী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে অন্তত তিন পুলিশ সদস্য আছেন। এছাড়া এই বিস্ফোরণে তিন বেসামরিক নাগরিকসহ অন্তত ২০ জন আহত হন। ইয়েমেনের এডেন কেন্দ্রিক সরকারকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই সরকার দেশটির রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের বেশির ভাগ শহর দখল করা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
×