ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ১১:০২, ২ আগস্ট ২০১৯

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। শুক্রবার দিনভর বিক্রি হবে ১১ আগস্টের টিকেট। বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনজুড়ে ছিল টিকেট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। ১০ আগস্টের টিকেট নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। টিকেট প্রত্যাশীদের চাপে স্টেশনে তিল ধারণের ঠাঁই ছিল না। কাক্সিক্ষত টিকেট পেতে বুধবার সন্ধ্যা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। কেউ রাতে। আবার কেউ ভোরের দিকে শামিল হয়েছেন লাইনে। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও টিকেট পাওয়া যাবে কি-না এ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্তে অনেকেই কাক্সিক্ষত টিকেট না পাওয়ার অভিযোগ করেছেন। আবার অনলাইনে টিকেট কাটতে গিয়ে বিড়ম্বনার কথাও জানিয়েছেন কেউ কেউ। যদিও রোজার ঈদের মতো এবার অনলাইনে টিকেট কাটা নিয়ে এত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। এদিকে সকাল নয়টা থেকে কাউন্টারে স্টেশনে টিকেট বিক্রি শুরু হলেও অনলাইনে টিকেট বিক্রি শুরু হয় ছয়টা থেকে। কিন্তু সকাল থেকে রেলের এ্যাপসে অনেকে ঢুকতে পারছেন না অভিযোগ করেছেন। মাঝে মাঝে কাজ করলেও আবার বিকল হয়ে যাওয়ায় টিকেট কিনতে ভোগান্তিতে পড়ছেন বলে অনেকে অভিযোগ করেছেন। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এবার একসঙ্গে লক্ষাধিক মানুষ এ্যাপে হিট নিতে পারবেন। অর্থাৎ অনেক মানুষ একসঙ্গে এ্যাপে প্রবেশ করলেও সেটি গত ঈদের মতো ডাউন হবে না। যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে কমলাপুর থেকে। চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিমানবন্দর স্টেশন থেকে, ময়মনসিংহ, জামালপুরগামী ট্রেনের টিকেট তেজগাঁও রেলওয়েস্টেশন থেকে, নেত্রকোনার মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট বনানী স্টেশন থেকে এবং সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে ফুলবাড়িয়ার পুরাতন বিল্ডিং থেকে। এবারও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকেট সংগ্রহ করতে হবে। তিন সংস্থার ছুটি বাতিল ॥ বন্যা পরিস্থিতি বিবেচনায় পবিত্র ঈদ-উল-আজহায় ঘরমুখো মানুষের নৌপথের যাত্রা নিরাপদ করার স্বার্থে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীন ৩টি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চারদিন বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস ॥ ঈদ উপলক্ষে আগামী ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট (রবিবার থেকে বুধবার) পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে চলা ট্রেন মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে আগস্টের ১১ (রবিবার) ও ১৪ তারিখ (বুধবার) ঢাকা থেকে কলকাতা এবং আগস্টের ১২ (সোমবার) ও ১৩ (মঙ্গলবার) তারিখ কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। ঈদের পর ট্রেনের যাত্রীসেবা আবার চালু হবে।
×