ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনগণের চাপে...

প্রকাশিত: ১০:১৫, ২ আগস্ট ২০১৯

জনগণের চাপে...

পাকিস্তানে আটার মূল্য বৃদ্ধির অজুহাতে রুটির দাম বাড়িয়ে দিয়েছে হোটেল মালিকরা। খবরটি প্রধানমন্ত্রী ইমরান খানের কান পর্যন্ত পৌঁছায়। এ নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। হোটেল মালিক সংস্থা রুটির দাম বৃদ্ধির পক্ষে নানা সাফাই গাইলেও কাজ হয়নি। ইমরান সাফ জানিয়ে দেন, নান রুটি সাধারণ মানুষের খাবার। তাই এর দাম বাড়ানোর কোন সুযোগ নেই। দেশটিতে একটি ভাল মানের নান রুটির দাম ১০-১২ রুপী। বাড়িয়ে করা হয়েছিল ১৫ রুপী। -ডন অনলাইন শিশুর ৫২৬ দাঁত! চোয়ালের নিচে ফুলে উঠায় ছেলের দাঁতে পোকা হয়েছে বলে ভেবেছিলেন বাবা-মা। সাত বছর বয়সী ছেলেকে নিয়ে তাদের ভুল ভাঙল চিকিৎসকের কাছে গিয়ে। পোকা নয়, বরং অস্ত্রোপচার করে ছেলেটির মুখ থেকে ৫২৬টি দাঁত বের করেন চিকিৎসকরা। ভারতের তামিলনাডুর সবিতা ডেন্টাল কলেজ এ্যান্ড হাসপাতালে অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে। অস্ত্রোপচারের পর শিশুটি ভাল আছে। শিশুর মুখে বেশি মাত্রায় দাঁত থাকা এক ধরনের রোগ। এই রোগের নাম ‘কমপাউন্ড কম্পোজিট ওডনটোমা।’ -এনডিটিভি
×