ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিন লাদেনের ছেলে মারা গেছেন

প্রকাশিত: ১০:১৩, ২ আগস্ট ২০১৯

বিন লাদেনের ছেলে মারা গেছেন

আল কায়েদার প্রধান নিহত ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাও এমনটি জানিয়েছেন। অজ্ঞাত সূত্রগুলোর তথ্য নিয়ে করা প্রতিবেদনগুলোতে হামজা কবে, কোথায় নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি। এ বিষয়ে প্রথম প্রতিবেদন এনবিসি ও নিউ ইয়র্ক টাইমস করেছে বলে জানায় তারা। হামজার বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হয়। মার্কিন তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য পেয়েছে যে, হামজা মারা গেছে। দুই অজ্ঞাত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, গত দুই বছরের মধ্যে কোন এক সময় হামজা বিন লাদেন নিহত হয়েছে। তবে তার মৃত্যু নিশ্চিত করতে বেশ সময় লেগেছে। প্রকাশিত অডিও ও ভিডিও বার্তায় হামজা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোতে হামলার ডাক দিয়েছিল। বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা হামজার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’ হামজার মৃত্যুর খবর শীঘ্রই ঘোষণা করা হবে কি না, তা নিয়েও কোন মন্তব্য করেনি হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে অভিযানে হামজার মৃত্যু হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল। গত দুই বছরের মধ্যে ওই অভিযানটি চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনটির এসব বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। -এএফপি ও গার্ডিয়ান
×