ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরবী ও মুসলিম প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ চীনে

প্রকাশিত: ১০:১৩, ২ আগস্ট ২০১৯

 আরবী ও মুসলিম প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ চীনে

চীনের রাজধানী বেজিং-এর হালাল রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলো থেকে আরবী ভাষা ও মুসলিম প্রতীক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মুসলিমদের চীনা সংস্কৃতির ধারায় নিয়ে আসার চেষ্টাতেই এ পদক্ষেপ। সম্প্রতি বেজিংয়ে হালাল পণ্য বিক্রি করা ১১ রেস্টুরেন্ট ও দোকানের কর্মীরা এবং দোকানগুলো ঘুরে এসে একটি বিদেশী বার্তাসংস্থা জানিয়েছে, কর্মকর্তারা তাদের ইসলামের সঙ্গে সম্পৃক্ত ছবি সরিয়ে নিতে বলেছে। এর মধ্যে আছে অর্ধচন্দ্র চিহ্ন এবং আরবীতে লেখা ‘হালাল’ শব্দটিও। রয়টার্স। বেজিং-এর একটি নুডলসের দোকানের ম্যানেজার জানান, বিভিন্ন সরকারী দফতরের কর্মীরা তার দোকানের প্রতীকে আরবীতে লেখা ‘হালাল’ শব্দটি ঢেকে ফেলতে বলেছে এবং ঢাকা হলো কিনা সেটিও লক্ষ্য করেছে। ওই ম্যানেজার বলেন, ‘তারা বলেছে এটি বিদেশী সংস্কৃতি। তোমার উচিত চীনা সংস্কৃতি আরও বেশি ব্যবহার করা।’ নাম প্রকাশ না করে অন্য হালাল রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোর মালিক এবং কর্মীরাও রয়টার্সকে একই কথা বলেছেন। ২০১৬ সাল থেকেই চীনে আরবী ভাষা ও ইসলামী ছবি বা প্রতীকবিরোধী প্রচার নতুন মাত্রা পেয়েছে। ‘মূল ধারার চীনা সংস্কৃতির’ আওতায় ধর্মগুলোকে নিয়ে আসাই এর উদ্দেশ্য। কলকাতা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ভারতের বেসরকারী বিমান সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ৩ অক্টোবর থেকে এটি চালু হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি ইন্ডিগোর পঞ্চম গন্তব্য হতে চলেছে। এনডিটিভি। ইন্ডিগোর মুখ্য বাণিজ্যিক কর্মকর্তা উইলিয়াম বোল্টার জানান, ‘এটা সত্যিই বিশেষ মুহূর্ত ইন্ডিগোতে আমাদের সবার জন্য। কলকাতা হ্যানয়ের সঙ্গে সংযুক্ত হলো এই প্রথমবার।’ তিনি আরও বলেন, ‘এই মাইলস্টোন থেকে প্রতিফলিত হচ্ছে, সরকারের ‘এ্যাক্ট ইস্ট’ নীতিকে মেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের পূর্বাঞ্চলকে যুক্ত করার নিরন্তর প্রয়াস করা হচ্ছে। বুকিং এরই মধ্যে শুরু হয়েছে। একবার যেতে ভাড়া পড়বে ১ হাজার রুপী।
×