ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থবছরের প্রথম মাসে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৯:৩৪, ২ আগস্ট ২০১৯

অর্থবছরের প্রথম মাসে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানাবিধ সুবিধা দেয়ার পরেও ডিএসইতে নতুন অর্থবছরের প্রথম মাস শেষে লেনদেন কমেছে অর্ধেকেরও বেশি। যা গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় ৫২ দশমিক ১০ শতাংশ কম। এই আলোচিত সময়ে সূচক কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। ডিএসই বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা যায়। গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষভাবে রাখা হয় বেশকিছু প্রণোদনা। এবং পুঁজিবাজারে সুশাসনের দিকেও গুরুত্বারোপ করা হয়। এর সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা রকম সংস্কার এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে গত ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু করে শেয়ারবাজার। বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরে (২০১৯-২০) জুলাই মাসে মোট ২২ কার্যদিবসে লেনদেন হয়েছে ৮ হাজার ৯৪৬ কোটি ৭৪ লাখ টাকা। যা গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৬৭ লাখ টাকা। আর গত অর্থবছরে (২০১৮-১৯) জুলাই মাসেও মোট ২২ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৮ হাজার ৬৭৬ কোটি ৯০ লাখ টাকা। যা গড়ে লেনদেন হয়েছে ৮৪৮ কোটি ৯৫ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় লেনদেন কমেছে ৯ হাজার ৭৩০ কোটি ১৬ লাখ টাকা বা ৫২ দশমিক ১০ শতাংশ। অপরদিকে চলতি অর্থবছরে (২০১৯-২০) জুলাই মাস শেষে ডিএসইর সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৮ পয়েন্টে। যা গত অর্থবছরে (২০১৮-১৯) জুলাই মাস শেষে ছিল ৫ হাজার ৩০২ পয়েন্টে। গত অর্থবছরের তুলনায় সূচক কমেছে ১৬৪ পয়েন্টে বা ৩ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছরে জুলাই মাসে মোট ২২ কার্যদিবসের মধ্যে সূচক কমেছে ১৪ দিন, আর গত অর্থবছরে জুলাই মাসেও মোট ২২ কার্যদিবসের মধ্যে সূচক কমেছিল ১০ দিন। এর মধ্যে চলতি অর্থবছরের আলোচিত সময়ে সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩৮৪ পয়েন্ট এবং সর্বনিম্ন ৪ হাজার ৯৬৬ পয়েন্ট। আর গত অর্থবছরের আলোচিত সময়ে সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩৭৯ পয়েন্ট এবং সর্বনিম্ন ৫ হাজার ২৬২ পয়েন্ট। এদিকে চলতি অর্থবছরের আলোচিত সময়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫১২ কোটি ৯১ লাখ টাকা এবং সর্বনিম্ন ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। আর গত অর্থবছরের আলোচিত সময়ে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫৭৭ কোটি টাকা। আর গত অর্থবছর জুলাই মাসের তুলনায় চলতি অর্থবছর জুলাই মাসে বাজার মূলধন কমেছে ৬৬৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৮৫৫ টাকা। চলতি অর্থবছরের আলোচিত সময়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৪৭৭ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। যা চলতি অর্থবছরের আলোচিত সময়ে ছিল ৩ লাখ ৮৪ হাজার ১৪৪ কোটি ৮৬ লাখ ৭২ হাজার টাকা। বাজেটে প্রণোদনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোন কোম্পানি নগদ লভ্যাংশের সমপরিমাণ বোনাস দিলে বোনাসের ওপর কর দিতে হবে না। আর শুধু বোনাস দিলে অথবা নগদ লভ্যাংশের চেয়ে বেশি বোনাস দিলে ১০ শতাংশ হারে কর দিতে হবে। অন্যদিকে নিট মুনাফার ৭০ শতাংশের বেশি রিটেইন্ড আর্নিংস ও রিজার্ভ হিসেবে স্থানান্তর করা না হলে তার জন্য কোন কর দিতে হবে না। কিন্তু ৭০ শতাংশের বেশি স্থানান্তর করা হলে ১০ শতাংশ হারে কর দিতে হবে। এবং লভ্যাংশে করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।
×